আমি দু'চোখের গহ্বরে শূণ্যতা দেখি শুধু রাতঘুমে আমি কোনো স্বপ্ন দেখিনা !!
গানের শিরোনামঃ রঞ্জনা
অ্যালবামঃ শুনতে কি চাও?
................................
পাড়ায় ঢুকলে ঠ্যাং খোড়া করে দেব
বলেছে পাড়ার দাদারা
অন্য পাড়া দিয়ে যাছি তাই
রঞ্জনা আমি আর আসবো না
রঞ্জনা আমি আর আসবো না
ধর্ম আমার আমি নিজে বেছে নিই নি পদবিতে ছিল না যে হাত
মসজিদে যেতে হয় তাই জোর করে যাই বছরে দু-এক বার
ধর্ম আমার আমি নিজে বেছে নিই নি পদবিতে ছিল না যে হাত
মসজিদে যেতে হয় তাই জোর করে যাই বছরে দু-এক বার
বাংলাই সত্তর পাই আমি এক্সামে ভালোলাগে খেতে ভাত মাছ
গাঁজা সিগারেট কোনোটাই ছুঁই না পারি না চড়তে কোনো গাছ
চশমাটা খশে গেলে মুশকিলে পড়ি
দাদা আমি এখনো যে স্কুলে পড়ি
কব্জির জোরে আমি পারবো না
পারবো না হতে আমি রোমিও
তাই দুপুর বেলাতে ঘুমিও
আসতে হবে না আর বারান্দায়
রঞ্জনা আমি আর আসবো না
রঞ্জনা আমি আর আসবো না
বুঝবো কি করে আমি তোমার ঐ মেঝ দাদা শুধু যে তোমার দাদা নয়
আরো কত দাদাগিরি কব্জির কারিগরি করে তার দিন কেটে যায়
বুঝবো কি করে আমি তোমার ঐ মেঝ দাদা শুধু যে তোমার দাদা নয়
আরো কত দাদাগিরি কব্জির কারিগরি করে তার দিন কেটে যায়
তাও যদি বলতাম হিন্দুর ছেলে আমি নিলু-বিলু কিংবা নিতাই
মিথ্যে কথা আমি বলতে যে পারি না ভ্যাবা-ভ্যাবা-বা-ভ্যাবাচ্যাকা খাই
চশমাটা খশে গেলে মুশকিলে পড়ি
দাদা আমি এখনো যে স্কুলে পড়ি
কব্জির জোরে আমি পারবো না
পারবো না হতে আমি রোমিও
তাই দুপুর বেলাতে ঘুমিও
আসতে হবে না আর বারান্দায়
রঞ্জনা আমি আর আসবো না
রঞ্জনা আমি আর আসবো না
সত্যিকারের প্রেম জানিনা তো কি সেতা যাচ্ছে জমে হোমটাস্ক
লাগছে না ভালো আর মেট্রো চ্যানেলটা কান্না পাচ্ছে সারারাত
সত্যিকারের প্রেম জানিনা তো কি সেতা যাচ্ছে জমে হোমটাস্ক
লাগছে না ভালো আর মেট্রো চ্যানেলটা কান্না পাচ্ছে সারারাত
হিন্দু কী জাপানি জানিনা তো তুমি কি জানে ঐ দাদাদের গ্যাং
সাইকেলটা আমি ছেড়ে দিতে রাজি আছি পারবো না ছাড়তে এ ঠ্যাং
চশমাটা খশে গেলে মুশকিলে পড়ি
দাদা আমি এখনো যে স্কুলে পড়ি
কব্জির জোরে আমি পারবো না
পারবো না হতে আমি রোমিও
তাই দুপুর বেলাতে ঘুমিও
আসতে হবে না আর বারান্দায়
রঞ্জনা আমি আর আসবো না
রঞ্জনা আমি আর আসবো না
পাড়ায় ঢুকলে ঠ্যাং খোড়া করে দেব
বলেছে পাড়ার দাদারা
অন্য পাড়া দিয়ে যাছি তাই
রঞ্জনা আমি আর আসবো না
রঞ্জনা আমি আর আসবো না
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।