আত্মবিশ্বাসহীনতায় প্রকট হচ্ছে আত্মার দেউলিয়াত্ব, তবুও বিশ্বাস আগের মতই নিশ্চল..
অঞ্জন দত্তের এই গানটা আমার খু্বই প্রিয়..........এর শুরুটা ইংরেজি দিয়ে........আমি বাংলা অংশটুকু এখানে তুলে দিচ্ছি........যারা এখনো শোনেননি তাদেরকে বলব সময় করে শুনে নিতে........হয়ত আপনিও হতে পারেন গানের চরিত্র......
ছন্দা এই চিঠিটা লিখছি তোমায়- একটা ম্যানহাটন বার থেকে রাত বারোটায়
ওরা নিভিয়ে দিচ্ছে আেলা, ধুয়ে ফেলছে গেলাস
আবার সেই সস্তার হোটেল...........
আজ অনেক কিছুই বলতে চাইছি তোমায়......বসে এই সুদূর আমেিরকায়
রোজকার সেই একঘেয়ে মিথ্যে কথা নয়.......মনের ভেতর থেকে .......
ইচ্ছে করছে জানতে .......কঁাদছে কি মন; কী করছে আমার কলকাতা এখন
কিন্তু ন্যাপকিনটা বড়ই ছোট ভেতরটা নীল...আর pen এর কালি ফুরিয়ে গেছে.....
বাইরে.....বড়ই ধোয়াশায় ভেজা.....ভেজা আমার ছেড়া জুতার শুকতলাটা.....
আর পকেটেও মাত্র ডলার ছ' টা.....শেষ হুইস্কিটাও ফুরিয়ে গেছে..
আমি জানি আমি লোকটা সুবিধের নই; সব ছেড়েছুড়ে বেড়াই ঘুরে বিদেশ-বিভুই...
তবু ন্যাপকিনটা আজ আমি পোস্ট করবই_ নেশা কেটে যাওয়ার আগে.......
ইচ্ছে ছিল লেখার তোমায় অনেক কথা...
বড়সড় মানেওয়ালঅ কবিতা....
কিন্তু ঘন্টাখানেক ধরে শুধু একটাই কথা লিখেছি.....
happy birthday to you............
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।