আমাদের কথা খুঁজে নিন

   

বইমেলায় এক কোকিলকোন্ঠী (আইরিন সুলতানার করকমলে)



২১ শে ফেব্রুয়ারী। আজ বইমেলায় না গেলে যাবো কবে? একুশের বইমেলা বলে কথা। গেলাম। ভিড়ার ভিড়। আমি শরীর ছিলিম রাকতে ভোর রাতে উঠে দৌড়াদৌড়ি করা মানুষ, সিডর দুরে থাক, ২ লম্বর সতর্ক সংকেত দিলেই মা বাসার বাইরে যেতে দেয় না ঝড়ে উড়ায় নিয়ে যাবে আশংকায়।

এই ভিড় সামলাইতে জাপানি সুমো পালোয়ানের দাদারও পায়ের ঘাম মাথায় উঠবে। সাথে তিন দোস্ত। তারা আবার বাপের হোটেলে ছত্রিশ টাকা কেজির চালের সদ্ব্যবহার করে করে গায়েগতরে আস্তহাতি এক একটা। তাদেরকে বললাম, দোস্ত তোরা আমারে একটু বডিগারড দিয়া রাখ। সামনে দুই দোস্ত পিছনে একজন।

বইমেলায় ঢুকবো, দাড়ায় আছি তো আছি। লাইন আর নড়ে না। কেমন যেন একটু তন্দ্রামত আসলো। হঠাৎ কানে বাজলো, কোকিলের মিষ্টি সুর। আমি চোখ ডইলা দেখি ঘুমায় গেছি নাকি! লাইনে দাড়ায়া ঘুমাইলে আর কেলেংকারির শেষ থাকবে না।

শুটকা মানিক শুনতে শুনতে কান ঝালাপালা, এরপর ঘোড়া মানিক ডাকলে আমার লাইফের এসপারওসপার সীমানায় পৌছায় যামু। চোখ ভালো করে ডলে দেখি, ঘুমাই নাই, মানসম্মান আল্লা বাচায় দিছে। লাইনে তিনচারজনের পিছনেই এক মাইয়া খাড়াইয়া, তার কন্ঠেই আমার কোকিলভ্রম। আরেকটু পিছনে খাড়াইয়া এক কাইল্যা খ্যাত বডিবিলডারটাইপ পোলা আইরিন আইরিন বইলা চিল্লাইতেছে। কোকিলা সেই চিৎকারের জবাবে এমন সুকন্ঠের রিনিঝিনি ছড়াইতেছে।

(বাকিটা পরে হুনেন)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।