যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি ।
অনেক বাস্তবতা পেরিয়ে অপরবাস্তব এখন প্রেসে । বাস্তবতা গুলো কতখানি রুক্ষ, নিষ্ঠুর ছিল তার বর্ণনা দেবার অনেকেই আছেন...... তবে সকল নাটক, সিনেমা কিংবা ভার্চুয়াল জগতের স্বপ্নে মোড়া আবরণ থেকে কাঠখোটকা রিয়েলিটি পেরিয়ে অবশেষে অপরবাস্তব - ২ প্রেসে ।
হয়তো সকল সম্ভবনা, সম্ভব নাতে পরিণত না হলে ২২ ফেব্রুয়ারী অপরবাস্তব-২ বাস্তবে আপনাদের সামনে উপস্থিত হবে ।
আগামী শুক্রবার দুপুর দু'টোয় মোদের গরব ভাস্কর্যের সামনে মোড়ক উন্মোচন পর্বে ইতিমধ্যে ব্লগার কৌশিক আমন্ত্রণ জানিয়েছেণ । আপনারা সবান্ধব আমন্ত্রিত ।
তবে সবার প্রথমে আমি সকল ব্লগারদের কাছ থেকে বিনীতভাবে ক্ষমা চেয়েনিচ্ছি কয়েকটি কারণে ।
প্রথমতঃ আগামী ২২ ফেব্রুয়ারীতে আমি আপনাদের সাথে মোড়ক উন্মোচন পর্বে থাকতে পারছিনা । আন্তরিকভাবে দুঃখিত ।
সম্ভবত আজরাত থেকে ২২ ফেব্রুয়ারী রাত পর্যন্ত আমি ঢাকার বাইরে অবস্থান করব ।
দ্বিতীয়তঃ অপরবাস্তব-২ শেষ অবধি প্রকাশ হচ্ছে হয়তো তবে প্রকাশিত হচ্ছে হাজারো অতৃপ্তি নিয়েই । সেটা সম্পাদনা থেকে প্রকাশনা পর্যন্ত প্রতিটি পর্বেই । আর আমি দেখার সুযোগ না পেলেও এতোটুকু বলতে পারি বেশীরভাগ ব্লগারের লেখাই ছাপানো যায়নি, [ এমন কি এই অধমেরও ] সেজন্য আমি ব্যক্তিগতভাবে আন্তরিকভাবে দুঃখিত এবং বিচক্ষণ ব্লগারদের কাছে ক্ষমাপ্রার্থী ।
তৃতীয়তঃ স্রেফ প্রকাশক হিসেবেই আমার নাম যাচ্ছে ; তবে এই প্রকাশনার যতোটুকু ভালো পুরোটাই সম্পাদনা পরিষদের কৃতিত্ব ।
আর বানান ভুল থেকে শুরু করে আর সকল ত্রুটি, ভুল এবং সকলের লেখা না ছাপাতে পারা সবকিছুর দায়ভার প্রকাশকের । পারলে নিজ গুনে ক্ষমা করুন । না পারলে মনে মনে দুটো গালি দিন ।
সময় সুযোগ এবং সিদ্ধান্তহীনতার দোদুল্যমান সময় পেরিয়ে অপরবাস্তব যে শেষ অবধি প্রকাশিত হচ্ছে সেজন্য সম্পাদনা পরিষদকে ধন্যবাদ । আর সামহোয়্যার আর সকল ব্লগারদের ধন্যবাদ জানানোর সাহস দেখালাম না ।
অপরবাস্তব নিয়ে জটিলতার অবসান হোক ।
আপনাদের ব্লগিং শুভ হোক, ভালো থাকুন ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।