আমার ব্যক্তিগত ব্লগ
সাধারনত: রাস্তায় যেসব বিড়াল ঘোড়াফিরা করে সেগুলো ইদুর মারে না। সেগুলোকে ইদুরও ভয় পায় না। আমাদের বাসার নিচ তলায় পুরানো পানির ট্যাংকির উপর একটা বিড়াল তার ৩বাচ্চাকে নিয়ে ঘর বেধেছে। ৩ বাচ্চারই অসাধারন গলা। নানা জায়গা থেকে তাদের ম্যাও ম্যাও চিৎকার শোনা যায়।
মাকে ডাকাডাকি করে। কখনও কখনও সিড়ি দিয়ে উঠা নামা করে। নিজে বাড়ি মনে করেই থাকে। তার প্রমানও দিল। একদিন একটা বড় সর ইঁদুর মেরে গেটের কাছে রেখে দিয়েছিল।
সম্ভবত: বাচ্চার মা মেরেছে। ভাল। বাইরের বিড়ালও যে এমন কাজ করে, আগে দেখিনি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।