আমাদের কথা খুঁজে নিন

   

বিড়ালের গলায় এবার ঘণ্টা বাধবে ইদুর



দৃষ্টান্ত দেয়ার ক্ষেত্রে বিড়ালের গলায় ইদুরের ঘণ্টা বাধার গল্পটা অত্যন্ত জনপ্রিয়। কিন্তু ইদুর কখনোই কাজটা করতে পারেনি ভয়ের কারণে। এবার ইদুর আর ভয় পাবে না, সে তার লক্ষ্যে পৌছবে-ই পৌছবে। জাপানের টোকিও ইউনিভার্সিটির একদল বিজ্ঞানী জেনেটিকালি মডিফাই বা বংশানুগতি পরিবর্তন করে এমন এক ধরনের ইদুর তৈরি করেছেন, যা বিড়ালকে ভয় পাবে না। তারা জানিয়েছেন, ইদুর বিড়ালকে স্বাভাবিকভাবেই ভয় পায়, এটাই আমরা দেখে এসেছি।

ইদুর আসলে বিড়ালকে জেনেটিক কারণে ভয় পায়। ইদুরের মধ্যে কিছু রিসেপ্টর বা গ্রহণ সেল রয়েছে যেগুলো বিড়াল দেখলে বা গন্ধ পেলে অনুভবের মাধ্যমে ভয় পাওয়ার উদ্রেক হয়। আমরা আসলে ইদুরের ওইসব সেলগুলোকে রূপান্তর করার চেষ্টা করেছি। টোকিও ইউনিভার্সিটির বায়োফিজিক্স বা প্রাণপদার্থবিদ্যা বিভাগের প্রফেসর কো কোবায়াকাওয়া বলেন, ইদুর আসলে কেন বিড়ালকে ভয় পায়? কারণ একটাই আর তা হলো জেনেটিকালি অনুভবে পাওয়া গন্ধ। আর এ গন্ধ পায় গ্রহণ সেলের মাধ্যমে।

আমরা শুধু ওই সেলগুলোকেই রূপান্তরের চেষ্টা করেছি এবং পরীক্ষা করে দেখেছি ইদুর বিড়ালকে ভয় পাচ্ছে না। এখন থেকে ইদুর বিড়াল দেখলে আর পালাবে না, বললেন প্রফেস সূত্র- যায়যায়দিন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।