আমাদের কথা খুঁজে নিন

   

স্রোতের ...বাকস্বাধীনতা .....আপনার কি মত?



স্রোত বলেছেন: আমি ডোন্ট মাইন্ড ফেমিলির পোলা। মাইন্ড করি নাই, করিও না! কিন্তু এই অধম স্রোত একতু মজা করতে চাইছেলো। তাই সে এই পুস্টা দেসিলো। আর কই যায়... পুস্ট উধাও!! লিংকটা হইলো এই...Click This Link আমার লেখাটা ছিলো এমন... ব্রেকিং নিউজ: এ-তিম মেম্বারদের একটা রোগ মহামারী রুপে ছড়াইয়া গেছে! রুগটা তারা ডিটেক্টও করতে পারছে! এইটা আর কিসুই না। আবহমান বাংলার প্রাচীন একটা অসুখ।

নাম চুলকানি! রাজাকারের রাজাকার মহারাজাকারের দুইটা ঠ্যাং আছে দুইটা ঠ্যাং তাদেরও আছে, এইটা যে কত বড় লজ্ঝা তাদের কাছে! কত্ত বড়ো হতাশা!! মাঝে মাঝে ইচ্ছা করে ঠ্যাংটারে কাইট্টা ফেলাইতে। কিন্তু পারে না! রক্ত পড়বো!! ব্যাথা হইবো!! তাই তাদের ঠ্যাং চুলকায়। প্রচন্ড রকম চুলকায়!! মহারাজাকারটার দুইটা হাত আছে, দুইটা হাত তাদেরও আছে, এইটা যে কত বড় শরম তাদের কাছে! কত্ত বড়ো শড়ম! মাঝে মইদ্যে ইচ্ছা করে হাতটারে কাইট্টা ফেলাইতে। কিন্তু পারে না! রক্ত পড়বো!! ব্যাথা হইবো!! তাই তাদের হাত চুলকায়। প্রচন্ড রকম চুলকায়!! মহারাজাকারটার (গন&প্রজাতি) Homo Sapiens এর সাথে মিল আছে, তাদেরও Homo Sapiens এর সাথে মিল আছে, এইটা যে কত বড় শরম তাদের কাছে! কত্ত বড়ো শরম! তাই মইদ্যে মইদ্যে Anti Homo Sapiens Behavior করতে ইচ্ছা করে।

এইটা তারা মাঝে মইদ্যেই পারে এবং চুলকানির কিছুটা আরাম পায়!! তারপরেও শান্তি পায় না, চুলকায়, প্রচন্ড রকম চুলকায়, খালি চুলকায়!! ড়াজাকারটার দাড়ি আছে, তুপি পড়ে। তাই তারা এর বিপরীত ব্যবহার করে। এইটা তারা মাঝে মইদ্যেই পারে এবং চুলকানির কিছুটা আরাম পায়!! তারপরেও শান্তি পায় না, চুলকায়, প্রচন্ড রকম চুলকায়, খালি চুলকায়!! এখন নিওরাজাকাররাও ব্লগিং করে। পুস্ট দেয়। কমেন্ট করে।

এনালাইসিস করে। টেকি পুস্ট দ্যায়। ওয়েবসাইট বানায়। গ্রুপ বানায়। এডমিন হ্য়।

ধম্মের প্রতি ভালোবাসা দেখায়। ইন্টেলেকচুয়াল তাড়নাবোধ, ফিলসফি, পলিটিক্স নিয়া নাড়াচাড়া করে! এইগুলাইন আগে মনে করতো শুধু তারাই পারে। এখন দেখে নিওরাজাকারেরাও এইসব বুলি কপচায়, পড়ে, ডিবেট করে। এইটা যে কত্ত বড় শরোম তাদের কাছে! কত্ত বড়ো শড়োম!! মইদ্যে মইদ্যে ইচ্ছা করে ব্লগিং ছাইড়া দিতে, সব পুস্ট মুইচ্ছা দিতে। ফাকে ফাকে তারা হুসেইন এ-তিমের মহান বাণী জপে, "আমি সুকড়ের সাথে সহবাশের ফটুআ অস্বীকার কড়ি!" তপসী দিয়া জপে।

বারেবারে জপে। এইটা তারা মাঝে মইদ্যেই করে এবং চুলকানির কিছুটা আরাম পায়!! তারপরেও শান্তি পায় না! চুলকায়! প্রচন্ড রকম চুলকায়! খালি চুলকায়!!! লিখক স্রোত

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.