আমাদের কথা খুঁজে নিন

   

ভেবেছিলাম নিজেকে স্রোতের বিপরীতে একজন :



পড়াশুনার জন্য আজ কয়েকবছর হলো বাইরে আছি। বাইরে বলতে দেশের ভিতরেই। নিজ এলাকার বাইরে, বাবা-মা ছেড়ে দূরে। এলাকার সেই ছোট্ট বেলার বন্ধুদের সাথে দেখা হয় অনেকদিন পর পর। দুই ঈদে বেশিরভাগ সময়।

অনেকদিন পর দেখা হলে বন্ধুদের আড্ডায় প্রতিবারই একটা প্রশ্নের মুখোমুখি হতে হয়। প্রেম করিস?প্রেমে পড়ছিস? অনেকে আবার এক কাঠি বাড়িয়ে বলে, কয়টা প্রেম করিস? আমি প্রতিবারই একই উত্তর দিতাম, আমাকে তো তোরা চিনিস। আমার দ্বারা ওসব হবে না। এক্কেবারে বিয়ে করবো, তারপর প্রেম। কিন্তু ক্যাম্পাস লাইফের শেষে এসে যেন আমাকেই আমি চিনতে পারলাম না।

ক্লাসমেট একজনকে ভালো লাগতো। কোনদিন সাহস করে বলতে পারবো ভাবিনি। তবে তারই সহযোগিতায়(!) ভালো লাগার কথাটা বলেই ফেললাম। সেও জানালো আজকের দিনটার অপেক্ষায় সে ছিলো। এরপর কিছুটা ভাবের আদান প্রদান।

অল্প কিছুদিনেই দুজনেই প্রতিষ্ঠিত হবো। তারপর.... হঠাত্‍ একদিন জানালো বাসা থেকে তার বিয়ে ঠিক করছে। তারপরের কাহিনী পুরাটাই গতানুগতিক। আমার জীবনেও এমন সিনেম্যাটিক কিছু হবে তা কখনো ভাবিনি। তবে সিনেমার শেষ দৃশ্যে আমি এখন পর্যন্ত ব্যার্থ।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।