আমাদের কথা খুঁজে নিন

   

রহস্যময় অভ্যুত্থান ও গণফাঁসী

সবকিছুই তো থাকছে............... তবে অবশ্যই পবিত্রতার স্বার্থে এই ব্লগ একাত্তরের যুদ্ধাপরাধী ও তাদের উত্তরসুরী-সমর্থকদের জন্য নিষিদ্ধ.......এটি শুধুতাদের জন্যই উন্মুক্ত যারা সুস্থ চিন্তার অধিকারী মুক্তবুদ্ধি সম্পন্ন মানুষ......

একুশে বইমেলায় এসেছে ১৯৭৭ এর ২ অক্টোবর সংগঠিত সামরিক অভ্যুত্থান ও পরবর্তীতে এ ঘটনাকে কেন্দ্র করে শত শত বিমানসেনাকে নির্বিচারে ফাঁসীতে ঝুলিয়ে হত্যার ঘটনার উপর তথ্যবহুল একটি বই। রহস্যময় অভ্যূত্থান ও গণফাঁসী - বইটি লিখেছেন ইংরেজী দৈনিক ডেইলি স্টারের চীফ রিপোর্টার জায়েদুল আহসান। ব্যাপক অনুসন্ধান ও গবেষনাধর্মী বইটিতে রয়েছে মুক্তিযোদ্ধা বিমান সেনা ও কর্মকর্তাদের হত্যার মর্মস্পর্শী ঘটনার বিবরন। রয়েছে প্রত্যক্ষদর্শী সেনা ও বিমান কর্তাদের সাক্ষাতকার। এমনকি ভাগ্যের সহায়তায় যারা মৃত্যুর হাত থেকে বেচেঁ গিয়েছেন তাদের মুখে ঘটনার বিবরনও সন্নিবেশিত করা হয়েছে। পাঠসুত্র প্রকাশনী বইটি বের করেছে..... দাম মেলায় মাত্র ১২০ টাকা। বইটিতে দুর্লভ কিছু ছবিও রয়েছে। প্রখ্যাত কার্টুনিস্ট শিশির ভট্রাচার্য্য বইটির প্রচ্ছদ এঁকেছেন। আর বইয়ের ভূমিকা লিখেছেন দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।