অর্ন্তজালের সীমানা ছেড়ে বাতাসের কানে কানে কথা বলতে বলতে হরিয়ে গেলাম অন্য রকম মূদ্রা নাচে। দিগন্তের সীমানা ঘিরে নীল রঙ ছাপিয়ে জ্বলে রঙধনু রঙিন হাতছানীতে মুখর জীবন প্রাণবন্ত। সোহাগ ও ভালোবাসায় মাখামাথি রাতের গান অনাদী আদিম ফসল ঘরে তোলার ছন্দ-হৃদয় সমৃদ্ধ। চৌকাঠ পেরুলেই জলসা ঘর নুপূর নিক্কন মহুয়া মাতাল সময় আথচ আমি ঘুরি নীল জলের ঢেউ ঢে্উয়ে গাঙচিলের দেখা পাব বলে মেলে রাখি চোখ রোদ জ্বলা তপ্ত দুপুরে অঘ্রাহায়ণ ঘ্রাণ ঘিরে থাকে স্নিগ্ধতায়। মস্তিস্কের কোষে বাসা বাঁধে- প্রাচির, হাঙ্গর, কীট পতঙ্গ, ফুল, মধু অজানা রহস্য।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।