আমাদের কথা খুঁজে নিন

   

রহস্যময়

আমি একটা পাগল

একসঙ্গে কত শান্ত-হাস্যময় 'মলয়', ক্রোধে উভয়ে হয়ত দেখেছি প্রলয়! চলা ফেরা করে ছাড়া রব, বোধহয় পরম্পরা মনে চাপা ক্ষোব! সবসময় থাকে নিজের মতো সতর্ক! কারো সঙ্গে করে না তর্ক! ওর সাথে বন্ধুত্ব সে হিন্ধু, স্বীকার করে না মানে মৃদু! দর্শনে যা বুঝি তাকে জানাই, পাই না কোন সাড়া অযথাই। সরে যাচ্ছে দূরে মনে হয়, হারাবে সত্তা ভেবে পাচ্ছে ভয়? আমার আতঙ্গ কথন শুনে যেন- সুখ অনুভব; তাহলে নীরব কেন? যারা স্বজাতির জন্য নিরাপধ নয়, ভিন্ন মতোর জন্য না অভয়! ভাবোনা জন্ম সূত্র সবার একরকম, লাল রং দেখে সবাই একইরকম। সত্য বুঝানোর জন্য এই চেষ্টা, ভালোর জন্য আগ্রহ সামান্য প্রচেষ্ট। একই বাক্যে একই করে ঐক্য, সৃষ্টির রহস্য স্বচ্ছ তবুও পার্থক্য! কখনো না কামনা হও বিলিন, প্রত্যাশা হবে সাথী সারাক্ষণ অমলিন। আঁচ করেছি মনোভাব দেখে মতিগতি, চাও কি হই বন্দি-ইতি?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।