এরপর কেউ কিছু বলে ওঠার আগেই ওবামা সবার সামনে হাস্যকৌতুকের মধ্য দিয়ে ওই দাগের উৎস কি তার ব্যাখ্যা দিয়ে ফেলেন।
‘দ্য ডেইলি মেইল’ এর খবরে বলা হয়, ‘এশিয়ান আমেরিকান অ্যান্ড প্যাসিফিক আইল্যান্ডার হেরিটেজ মান্থ’ উপলক্ষ্যে আয়োজিত ওই অনুষ্ঠানে ৩০০ জনের মতো অতিথি ছিলেন।
তাদের মধ্যে ছিলেন গণ্যমান্য অনেক ভারতীয় মার্কিনিও। ঊষ্ণ অভ্যর্থনায় অতিথিদেরকে স্বাগত জানানোর পর ওবামা হঠাৎই তার শার্টের কলারে লিপস্টিকের লাল দাগ দেখতে পান।
এ নিয়ে বাজে কোনো ধারণা তৈরির আগেই ওবামা তৎক্ষণাৎ এর ব্যাখ্যা দিতে শুরু করেন।
অভ্যাগত অতিথিদেরকে তাদের ঊষ্ণ শুভেচ্ছার জন্য ধন্যবাদ জানিয়ে ওবামা বলেন, “এই ঊষ্ণতারই চিহ্ন আমার শার্টের কলারে লাগা লিপস্টিকের দাগ। ”
কৌতুক করে তিনি বলেন, “এ অপকর্ম কার তা মনে হয় আমি ধরে ফেলেছি। জেসিকা সানজে কোথায়?” একথা বলেই আমেরিকান আইডলের রানার আপ জেসিকা সানজে কে খুঁজতে শুরু করেন ওবামা।
এ খোঁজ চলতে থাকার মধ্যেই তিনি বলেন, “এ কাজ জেসিকার না, এটা তার খালা করেছে। তিনি কোথায়?”
“আন্টি এখানে আছেন, দেখুন, দেখুন”- সবাইকে দাগটি দেখিয়ে ওবামা বলতে থাকেন “আমি সবাইকে সাক্ষী রাখতে চাই।
মিশেলের সঙ্গে ঝামেলায় জড়াতে চাই না”।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।