www.facebook.com/frahim.taj
নারীদের সাজগোজের প্রধান প্রসাধনীগুলোর মধ্যে একটি হচ্ছে লিপস্টিক। নারীরা সাজবেন অথচ লিপস্টিক মাখবেন না, এ ঘটনা খুব কম। তাই অনেক রূপ সচেতন নারীর পার্সের ভেতরে লিপস্টিকের অবাধ বিচরণ। কিন্তু লিপস্টিকপ্রিয় নারীরদের জন্য একটি খারাপ খবর দিয়েছেন গবেষকরা। আর তা হচ্ছে, এই সাধের লিপস্টিকই হতে পারে প্রাণঘাতী ক্যানসারের কারণ! সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে এমনই তথ্য।
ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার গবেষকেরা অকল্যান্ডের ১৪ থেকে ১৯ বছর বয়সী ১২ জন মেয়ের ব্যবহৃত লিপস্টিক ও লিপগ্লসের নাম ও ব্র্যান্ডড সম্পর্কে জানেন এবং একেদর নমুনা সংগ্রহ করেন।
গবেষকেরা দেখেন, এই লিপস্টকগুলোতে শিশা, ক্যাডমিয়াম, ক্রোমিয়াম, অ্যালুমিনিয়াম এবং অন্য আরও পাঁচটি ক্ষতিকর উপাদান অবস্থিত। এসব উপাদান মানবদেহে ক্যানসার সৃষ্টি করতে সক্ষম।
গবেষকেরা জানান, প্রায় সব লিপস্টিকেই এই ধরনের উপাদান কম-বেশি মাত্রায় রয়েছে। লিপস্টিক ঠোঁটে ব্যবহার করা হলেও মুখে চলে যায় ফলে এর থেকে ক্যানসারের সম্ভবনা থাকে।
সম্প্রতি এই গবেষণাটি এনভায়রনমেন্টাল হেলথ পারসপেকটিভ নামক এক সরকারি জার্নালে প্রকাশিত হয়েছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।