আমাদের কথা খুঁজে নিন

   

দেরিতে হলেও বিরোধী দলের শুভ বুদ্ধির উদয় হয়েছে

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেওয়া ‘নির্দলীয় সরকারের রূপরেখা জাতির সামনে উপস্থাপন করা হবে' বক্তব্যকে স্বাগত জানিয়েছেন ১৪ দলের নেতারা।
 
আজ দুপুরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে দলের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেন সাংবাদিকদের এসব কথা বলেন।  
 
তিনি বলেন, দেরিতে হলেও বিরোধী দলের শুভ বুদ্ধির উদয় হয়েছে। নির্বাচনকালীন সরকার নিয়ে বিরোধী দলের যেকোনো প্রস্তাব বা রূপরেখা থাকলে তা নিয়ে সংসদ আসতে পারে। সংসদে বসে আলোচনা হতে পারে।

তবে সংসদের বাইরেও আলোচনার সুযোগ রয়েছে।
 
মোহাম্মদ নাসিম বলেন, ‘বিএনপি আন্দোলন করতে ব্যর্থ হয়েছে। তারা আন্দোলনের নামে জামায়াত-হেফাজতকে নিয়ে নৈরাজ্য সৃষ্টির চষ্টো করেছে। তত্ত্বাবধায়ক দাবি থেকে সরে এসে তারা বলেছে নির্বাচনের রূপরেখা দেবে। তাদের যেকোনো প্রস্তাব থাকে তা নিয়ে সংসদে প্রস্তাব দিতে পারে।

 
বর্তমান নির্বাচন কমিশনকে স্বাধীন নির্বাচন কমিশন দাবি করে তিনি বলেন, ‘এই নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হবে। নির্বাচনের বদলে কেউ যদি নৈরাজ্যের চষ্টো করতে তবে জনগণ ভোটের মাধ্যমে সেই নৈরাজ্যের জবাব দেবে। ’
 
আওয়ামী লীগের উপদষ্টো পরিষদের সদস্য ও দফতরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, কেন্দ্রীয় সদস্য সুজিত রায় নন্দী, ওয়ার্কাস পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাসদের সাধারণ সম্পাদক শরীফ নূরুল আম্বিয়া, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নুরুর রহমান সেলিম, ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য ফজলে হাসান বাদশা প্রমুখ।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.