কম টয়বিন
সাংবাদিক ও ঔপন্যাসিক কম টয়বিনের জন্ম ১৯৫৫ সালে আয়ারল্যান্ডের ওয়েক্সফোর্ডে। ডাবলিন বিশ্ববিদ্যালয়ে ইতিহাস ও ইংরেজি নিয়ে পড়াশুনা করেন। এরপর বার্সিলোনায় গিয়ে তিনি শিক্ষকতা শুরু করেন। পরবর্তীতে এই বার্সিলোনার ওপরই লেখেন উপন্যাস হোমেজ টু বার্সিলোনা (১৯৯০)। আয়ারল্যান্ডে এসে তিনি সাংবাদিকতাকে পেশা হিসেবে নেন।
পাশাপাশি চালিয়ে যান লেখা। তিনি প্রচুর ফিকশন, নন-ফিকশন লিখেছেন। আমেরিকান একাডেমি অব আর্টস অ্যান্ড লেটারস ১৯৯৫ সালে তাকে ই এম ফস্টার অ্যাওয়ার্ডে ভূষিত করে। তার প্রথম উপন্যাস দ্য সাউথ (১৯৯০) আইরিশ লিটারেচার প্রাইজ ফর ফার্স্ট বুক পুরস্কার জেতে। উপন্যাসের কাহিনী এরকম : এক আইরিশ মহিলা এক স্পেনিশ চিত্রকরের প্রেমে পড়ে এবং পরবর্তীতে তার স্বামীকে ছেড়ে যায়।
গল্পের সময় ও পটভূমি ১৯৫০ এর স্পেন এবং আয়ারল্যান্ড। কম টয়বিনের উল্লেখযোগ্য উপন্যাসগুলো হলÑ দ্য হিদার ব্লেজিং (১৯৯২), দ্য স্টোরি অব দ্য নাইট (১৯৯৬), দ্য ব্ল্যাকওয়াটার লাইটশিপ (১৯৯৯)। শেষের বইটি বুকার প্রাইজের শর্টলিস্টে মনোনীত হয়। মা, মেয়ে এবং নাতি-নাতনিদের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন নিয়ে একটি করুণ কাহিনী বর্ণিত হয়েছে উপন্যাসটিতে। ২০০২ সালে কম টয়বিন নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরির ফেলো নির্বাচিত হন।
ঔপন্যাসিক হেনরি জেমসকে নিয়ে লেখা তার দ্য মাস্টার উপন্যাসটি ২০০৪ এর ম্যান বুকার প্রাইজ ফর ফিকশন-এর শর্টলিস্টে মনোয়ন পায়। তার সর্বশেষ প্রকাশিত বই হল একটি গল্পগ্রন্থ, নাম মাদার্স অ্যান্ড সান্স (২০০৬)।
রনান ব্যানেট
রনান ব্যানেটের প্রথম উপন্যাস বের হয় ১৯৯১ সালে। নাম দ্য সেকেন্ড প্রিজন। একদল আইরিশ রিপাললিকান কর্মীদের নিয়ে থ্রিলার উপন্যাস এটি।
আইরিশ লিটারেচার প্রাইজ ফর ফার্স্ট বুক-এর শর্টলিস্টে মনোনীত হয় উপন্যাসটি। পুরস্কার পাওয়াতে আত্মবিশ্বাস বেড়ে যায় রনানের। পরের বছর লাতিন আমেরিকার পটভূমিতে লেখেন আরেক উপন্যাস ওভারথ্রন বাই স্ট্রেঞ্জারস। এরপর কয়েক বছর বিরতির পর বের হয় দ্য ক্যাটাসট্রফিস্ট (১৯৯৭)। বইটি দু দুটি পুরস্কার পায় এবং হুইটব্রেট নভেল অ্যাওয়ার্ড এর শর্টলিস্টে মনোনীত হয়।
রনান তারপর হ্যাভক, ইন ইটস থার্ড ইয়ার নামে একটি ঐতিহাসিক উপন্যান লেখেন। গল্পের পটভূমি ১৭ শতকের ইয়ল্যান্ড। ২০০৪-এ বের হওয়া বইটি আইরিশ নভেল অব দ্য ইয়ার পুরস্কারে ভূষিত হয়। তার সর্বশেষ উপন্যাস হল জুগওয়াং (২০০৭)। রনান ব্যানট চলচ্চিত্র ও টেলিভিশনের চিত্রনাট্যও লেখেন।
দ্য গার্ডিয়ান এবং দ্য অবজারভার পত্রিকার তিনি নিয়মিত লেখক। রনান ব্যানেটের জন্ম আয়ারল্যান্ডের বেলফেস্টে; ১৯৫৬ সালের ১৪ জানুয়ারি। পড়াশোনা করেছেন লন্ডনের কিংস কলেজে।
ইয়ন কলফার
ইয়ন কলফারের জন্ম ১৯৬৫ সালে; আয়ারল্যান্ডের দক্ষিণ উপকূলীয় অঞ্চল ওয়েক্সফোর্ডে। চাকরিজীবন শুরু প্রাইমারি স্কুলে শিক্ষকতা দিয়ে।
বাচ্চাদের পড়ানোর অভিজ্ঞতা নিয়েই লেখেন শিশুতোষ বই বেনি অ্যান্ড ওমর (১৯৯৮)। বইটি জনপ্রিয় হলে পরবর্তী এর সিকুয়াল লেখেন বেনি অ্যান্ড বেব (১৯৯৯) নামে। শেষের বইটি ২০০০ সালে বিস্টো বুক অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড এর শর্টলিস্টে মনোনীত হয়। শিশুদের জন্য ইয়ন এরপর একের পর এক বই লিখে গেছেনÑ দ্য উইশ লিস্ট (১৯৯৯), গোয়িং পটি (১৯৯৯), এড’স ফানি ফিট (২০০০) এবং এড’স বেড (২০০১)। তবে ইয়ন কলফারকে সবচে বেশি জনপ্রিয়তা এনে দেয় আর্টিমিস ফাউল নামের বইটি।
এটিও বের হয় ২০০১ সালে। এখানে আইরিশ ইতিহাস ও কিংবদন্তির মিশেল ঘটিয়েছেন ইয়ন। বইটির মূল চরিত্র আর্টিমিস নামের বার বছরের একটি কিশোরকে কেন্দ্র করে। শিশু-কিশোরদের মাঝে বইটির জনপ্রিয়তা এতটাই যে ২০০৮ পর্যন্ত ইয়নকে এর আরও ৫টি সিকুয়াল লিখতে হয়। এবং সর্বশেষ খবর হল আর্টিমিসকে নিয়ে এখন একটি চলচ্চিত্রও তৈরি হচ্ছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।