আমাদের কথা খুঁজে নিন

   

কাব্যের ঢঙ্গে গদ্য (অহেতুক অকারণে সময় ক্ষয়)

এই পৃথিবীর সব কিছুই পাতানো, কলকাঠি নাড়ছে....... একজন; শুধুই একজন।

আজ পহেলা ফাল্গুনে, বিকেলে বেলায় চলেই গেলাম ঐ চারুকলার বকুলতলাতে। তখন ............................... রোদলা মেঘের আলো-ছায়ায় প্রথম ছবিটি নিলাম লুফে নৃত্যের তালেতে।। হঠাৎ ড্রামের আওয়াজ লাগায় কানে চলে এলাম টি.এস.সি-পানে দলাদলি আর হামাগুড়ি দিলাম কেবল গিয়ে একটা গানই শুনলাম কেন এই নিঃসঙ্গতা তোমাকে নিয়ে। ভারাক্রান্ত মন এমন দলাদলি আর কতক্ষন মেয়েদের..... হাসাহাসি থমকে শুনি চিৎকার রাশি রাশি, হাঁটতে হাঁটতে বকুলতলায় আবার ফিরে আসি দ্বিতীয় ছবি নিলাম তুলে সুরের মোহে ভাসি।। এবার ফিরবো বাড়ি ছেড়ে এসে হাজার হাজার নারী, কিন্তু একি বিপত্তি, আমার চোখে জল প্রবাসী ভাইকে পড়েছে মনে শ্রাবণধারা চোখে এলো বুঝি তাই ফাল্গুনে।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।