আমাদের কথা খুঁজে নিন

   

একটি নিশি কাব্যের প্রচেষ্টায়!

যুদ্ধাপরাধীর বিচার ও জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার দাবী করছি

(সুশীল ব্লগার্সদের সন্মানে) এই তোমরা এখানে কি নিয়ে কথা বলছো? (হি হি হি) ও, একাত্তরের যুদ্ধ! বেশ, বেশ, ভাল। সেটাতো আমাদের মুক্তিযুদ্ধ। আমার বাবাও একটা গল্প বলেছিলো। (হুম) কি, যুদ্ধাপরাধীর বিচার? এ্যা, এটা এখন কেন? ৩৭ বছর হয়নি, এটাকি জাতিকে বিভক্ত করবে না! না, এটা নিয়ে আলোচনা করা ঠিক হবে না, এখন আমরা চলো জাতিগঠনের কথা বলি, আমরা ইরানে কিভাবে বিপ্লব হয়েছে তা নিয়ে কথা বলি। আমরা প্রাগতৈহাসিক স্বর্নযুগের গল্প করি।

আর শর্ট-কাটে স্বর্গারোহরের পথ খুঁজি। কি শুরু করলে তোমরা? এখন বলছো সিডরের কথা, সেতো কাল আলাপ করা হয়েছে একবার, আমরা এখন অপেক্ষায় আছি উন্নত প্রযুক্তির। প্রযুক্তি না এলে কিই বা করার আছে আমাদের? ঝড় নিয়ে কতইবা কথা বলার কি আছে? তারচেয়ে ঢাকা শহরের কার্ফু নিয়ে একটা গল্প লিখা কত মজার! বাদ দিন সব মরা আর আধমরা মানুষের কাহিনী তার চেয়ে ঢের ভাল, আসুন - আমরা সাহিত্য করি। হাজার টাকার হাইস্পীড কানেকশান নিয়ে সারাদিন সমাজের কথাই যদি বলি তাহলে আমার কথা কখন হবে বলা। কখন আমি ব্লগসখা হয়ে ব্লগসখীর সনে করবো গুঞ্জন... বললেই হলো? তাই এসো, একটা কবিতা লিখি এসো একটু হালকা সাহিত্য করি যখন দুবলার চরের করম আলী একমুঠ ভাতের সংস্থানে সূর্যোদয়ের অপেক্ষায়, যখন ওর বউ কুসুম বিবি বাচ্চাদের চেপে ধরে রেখে একটু ওম পেতে চাইছে আর অপেক্ষায় আছে সূর্যের তাপের করুনার জন্যে.. অভিশাপ দিচ্ছে, মরার সুরুজটা আইজ এতো দেরি করতাছে ক্যান? তখন আমি বিরক্ত হই, সূর্যটা এতো বেরসিক কেন? কেন এতো তাড়াতাড়ি আহ্নিকগতি শেষ করলো.. কেন হলো না ব্লগের কাব্য চর্চার নিশিটা অনন্তকাল দীর্ঘায়িত।

তোমাকে অভিসম্পাত করছি হে ভোরের রবি!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.