আমাদের কথা খুঁজে নিন

   

কয়েদির অভাবে কারাগার বন্ধ!

নেদারল্যান্ডসের আটটি কারাগার বন্ধ করে দেয়া হয়েছে কয়েদির অভাবে । দেশটির বিচার মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছেন।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, দেশটির কারাগারে ১৪ হাজার কয়েদি রাখার ব্যবস্থা আছে। তবে এখন বন্দি আছে ১২ হাজার।
 
নেদারল্যান্ডসে অপরাধীর সংখ্যা আরো কমবে, এমন আশাবাদের কথা জানিয়ে দেশটির উপবিচারমন্ত্রী নেবাহাত আলবেরাক বলেন, কয়েদির সংখ্যা কম হওয়ার পরও এই খাতে খরচকে অপ্রয়োজনীয় মনে করছে সরকার।
 
এর আগে দ্য ক্রিমিনাল জাস্টিস অ্যালায়েন্স (সিজেএ) নামে একটি প্রতিষ্ঠান কারাগারের অপ্রয়োজনীয় ব্যবহার সীমিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছিল। তাদের আহ্বানের কিছুদিন পরই এ ঘোষণা দিয়েছে সরকার।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।