আমাদের কথা খুঁজে নিন

   

পালানোর ৫০ বছর পরও তিন কয়েদির সন্ধান চলছে

working in DPL ...................পাগলামীর কিছু নমুনা দেখেন....................... যুক্তরাষ্ট্রের আলকাট্রাজ দ্বীপের কেন্দ্রিয় কারাগার থেকে পালানোর অর্ধশতক পরেও তিন কয়েদির সন্ধান করছে মার্কিন মার্শালরা। ৫০ বছর আগে আলকাট্রাজ দ্বীপের কারাগার থেকে চামচের সাহায্যে গর্ত খুঁড়ে এবং বর্ষাতি দিয়ে ভেলা বানিয়ে পালায় ব্যাংক ডাকাতির জন্য সাজাপ্রাপ্ত তিন কয়েদি ফ্রাঙ্ক মরিস, ক্লারেন্স ও জন এংলিন। ১৯৬১ সালের ১১ জুন কারাগার থেকে পালানোর পর সান ফ্রান্সিসকো উপসাগরে হারিয়ে যায় ওই তিন কয়েদি। তাদের আর খুঁজে পাওয়া যায়নি। সমুদ্রের মধ্যেই তাদের মৃত্যু ঘটেছে বলে অনেকে মনে করে থাকেন। তাদের পালানোর অর্ধশতক পরেও তাদের পরিণত সম্পর্কে খোঁজ চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের মার্শাল তদন্ত ইউনিটের সহকারী পরিচালক ডেভিড হার্লো বলেন, “আমাদের অনুসন্ধান কোথায় নিয়ে যায় এবং এর পেছনে যত ঘণ্টা ও লোকবল খরচ হোক না কেন ঐতিহাসিক এ মামলার তদন্ত চালিয়ে যাবে মার্শাল বিভাগ তথ্যসূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.