আমাদের কথা খুঁজে নিন

   

সত্য সুন্দরের সাধনায়

http://profiles.google.com/mshahriar

এই ব্লগে এসে আমি একটু বোকা বনে গেছি৷ ব্লগের প্রথম পাতায় গেলে শুধু জামায়াত আর রাজাকারদের সম্পর্কে পোস্টের ছড়াছড়ি দেখি৷ সময় খুব কম পাই, তাই অন্যদের লেখা এখনো বেশি পড়া হয়ে ওঠেনি৷ কিন্তু যেটুকু পড়ছি, তাতেও রাজাকারদের সম্পর্কে লেখার প্রাধান্য দেখছি৷ ব্যাপারটা খুব অদ্ভুৎ লাগছে আমার কাছে৷ মানুষের সাথে আমার মেশা হয় খুব কম৷ অফিসের বাইরে বেশির ভাগ সময় আমি একলা থাকি৷ অথবা আমার যে দু' একজন বন্ধু আছে, তাদের সাথে বসি৷ তাই দেশে যে এত মানুষ এ নিয়ে ভাবে, সে সম্পর্কে আমার কোন ধারনাই ছিলো না! অনেকদিন আগে আমার নিজের জীবনে ঘটা একটা ঘটনার কথা বলতে ইচ্ছা করছে৷ তখন সদ্য ভার্সিটি ভর্তি হয়েছি৷ ছোট বোনের চোখ দেখাতে হবে৷ শুনলাম মগবাজারে এক আর্মির ডাক্তার আছে, চোখের ডাক্তার হিসেবে নাকি বেশ ভালো৷ বোনকে নিয়ে গেলাম তার কাছে৷ দেখি লম্বা লাইন, ডাক্তারকে ধরতে কয়েকঘন্টা অপেক্ষা করতে হবে৷ তো কি আর করা, অপেক্ষায় বসে গেলাম৷ ঘন্টাখানেক অপেক্ষা করার পর বেশ একটা হৈ চৈ শুনতে পেলাম৷ তাকিয়ে দেখলাম শুভ্র ধবল শশ্রু মন্ডিত এক লোক, আর তাকে চার পাশ ঘিরে অনেকে৷ লোকটাকে আমি চিনতে পারলাম৷ গোলাম আজম৷ কি সুন্দর নূরানী স্বর্গীয় চেহারা! কিন্তু ঐ স্বর্গীয় চেহারার দিকে তাকিয়ে ঘেন্নায় আমার ভীতরটা ভরে গেলো৷ মুখ শক্ত করে আমি দেখলাম, ডাক্তার তার চেম্বার থেকে দৌড়ে বের হয়ে এসে গোলাম আজমের হাত ধরে ভিতরে নিয়ে গেলো৷ আমি আমার বোনের দিকে তাকিয়ে বললাম, ডাক্তার দেখাতে হবে না, চল৷ আমরা ডাক্তার না দেখিয়েই বের হয়ে এলাম৷ খুব বেশি বোকামী করেছিলাম কি? এই বাংলাদেশে খুঁজলে বোধহয় একজন ডাক্তারও পাওয়া যাবে না যে গোলাম আজমের হাত ধরে সাদরে অভ্যর্থনা জানাবে না৷ কিন্তু হলোই বা, চোখের সামনেতো আর সব দেখি না৷ চোখের সামনে দেখে যেটুকু প্রতিবাদ আমার পক্ষে করা সম্ভব ছিলো, করেছিলাম৷ কিন্তু এইটুকু প্রতিবাদেই কি আমি সন্তষ্ট ছিলাম? ছিলাম না৷ আমার ভীতরটা তখন জ্বলে যাচ্ছিলো৷ করতে তো ইচ্ছা করে কতকিছুই, কিন্তু পারি কই? বড় আলগা ভাবে লেগে থাকি যে পৃথিবীতে! কোথাও আমার আঁচড় কামড়ের দাগ বসেনা! আচ্ছা, এই লোকগুলোই কি স্বর্গে যাবে? তাহলে আমি স্বর্গে নাই বা গেলাম! ওমর খৈয়ামের একটা রুবাই মনে পড়ছে- "সুন্দরীদের তনুর তীর্থে এই যে ভ্রমন শরাব পান ভন্ডদের ঐ বুজরুকি হয় কি কখনো তার সমান? প্রেমিক এবং পান পিয়াসী এরাই যদি যায় নরক স্বর্গ হবে মোল্লা পাদ্রী আচার্য্যদের দাড়িস্থান"৷৷ নাই বা গেলাম স্বর্গে, কি আসে যায়??? ঘটনাটা নিয়ে একটা গল্প লিখব কিনা ভাবছি৷ একটা গল্প অনায়াসেই লেখা যায়, কিন্তু রাজাকারদের নিয়ে কিছু লিখতে ইচ্ছা করে না৷ আমার সব সাধনা সুন্দরের জন্য৷ অসুন্দরের জন্য আমার কোন সাধনা নেই৷

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.