গোলাম আজমেরে মহাপুরুষ কইয়া পুষ্টায় যে বা যারা, অগো সুস্থতা নিয়া চিন্তায় আছি। হে মহাপুরুষ হয় কেমনে???? স্বাধীনতার বিরোধিতা কইরা পাকিস্তানের দালালি কইরা মহাপুরুষ হইয়া গেল? মহাপুরুষ কারে কয়? আরে মিয়ারা তোমরা ইসলামের কথা কও, ইসলামে কি ব্যক্তিপূজা আছে নিহি? তাইলে অহনে এইডা পরিস্কার, তোমরা ইসলাম বেইচ্চা খাইতাছো? মহাপুরুষ কয় নবী রাসুলগণেরে। তোমরা গোলাম আজমেরে কইতাসো মহাপুরুষ!!! ঈমান কই যাইয়া খাড়াইতাসে???? এতো ধান্দাবাজি করনের দরকার কি???
গোলাম আজমেরে মহাপুরুষ মার্কা পোস্ট সরাইয়া ফালান!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।