আমাদের কথা খুঁজে নিন

   

কিছু প্রশ্ন যা আমাকে ভাবায় ।আরোজ আলী মাতুব্বর সহ আনেকেই করেছেন তার উত্তর

সাহিত্য লেখক প্রশ্ন উত্তর মাছালার সমাধান নয়। শুধু মাত্র আমার ভাবনা। মাছালার সমাধানের জন্য মুফতিদের কাছে যেতে অনুরোধ করছি । .............. প্রশ্ন_-অনেককেই বলতে শোনা যায় যে,বিজ্ঞান এবং ধর্মের সাথে বিরোধ। আবার অনেকে বলেন ইহুদি নাছারা গন পবিত্র কোরআন গবেষনা করে বর্তমান বিজ্ঞানের সব কিছু আবিস্কার করেছেন।

তাদের মতামত কতদূন সত্য ? উত্তর--- প্রথমে দেখা যাক এ সব ওয়াজ করেন কোন ধরণের লোকেরা ?যার যেরকম জ্ঞান সে সে রকম কথা বলেন। সত্যিকারের বিজ্ঞানিরা তাঁদের গবেষনা নিয়ে ব্যস্ত থাকেন। তাঁরা তাঁদের পূর্বের বিজ্ঞানিরা যা করে গেছেন সেটা পর্যবেক্ষন করেন এবং নতুন কিছুর সন্ধানে ব্যাস্ত থাকেন। বিজ্ঞানিরা নিজনিজ শাখায় গবিষণা নিয়ে ব্যাস্ত বিধায় ধর্মের সাথে তাঁদের আবিস্কারের মিল আছে কিনা তারা তা খুঁজেন না। পৃথিবীর সব জ্ঞানের সমন্বয় সাধনে মানুষের দ্বারাই সৃষ্টি হয়েছে ধর্ম,দর্শন,রাস্ট্র এবং আইন।

বিজ্ঞানিরা তাদের আবিস্কারকে চুড়ান্ত মনে করেন না পক্ষান্তরে বিভিন্ন ধর্ম তাদের নিজ নিজ ধর্মকে চুরান্ত মনে করেন। তাদের চিন্তাতার পরপিন্থি কোন কিছুই তারা গ্রহন করতে চান না। সে জন্য অতিতে অনেক বিজ্ঞানী খ্রৃষ্টান ধর্ম যাজকদের দ্বারা নির্য়াতিত হয়েছেন। গ্যালিলিয়কে অনেক অপমান সহ্য করতে হয়েছে। গ্যালিলিউকে আজও সবাই সম্মান করে যাঁরা বলেন জে বিজ্ঞানিরা পবিত্র কোরআন গবেষনা করে আধুনিক বিজ্ঞান আবিস্কার করেছেন তাঁদের কাছে আমার প্রশ্ন কোরআন গবেষনা করে অন্যরো যখন আবিস্কার করেছেন তথন আপনারা কেন বসে আছেন ?আপনিও কিছু করে পৃথিবীকে দেখান।

তাতো করছেননা বরং আব্বাসিয়া ডাইনেস্টিতে জ্ঞান বিজ্ঞানে মুসলমানেরা যতটুকো উন্নতি করেছেন আপনারা তাওধরের রাখতে পারেননি । স্পেনের কর্ডোভায় মুসলমানদের কাছে পৃথিবীর মানুষ বিজ্ঞান শিখতে আসতো। মুসলমানদের মধ্যে জন্মছেন ইবনে সিনা,আলজাবের,আলফারাবি,আল কেমির মত লোক। আরআপনারা গাজ্জালীর কথায় কলবে আল্লাকে পাবার চেস্টা করছেন। আর তারা আপনাদের সূত্র ধরে এগিয়ে গেছেন এই যা।

কাজেই আপনাদের ওয়াজ হাস্যকর। অক্ষম লোকের আর্ত চিৎকার। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.