বিচার বিভাগে সরকারের নক্কারজনক হস্তক্ষেপ,বিচার বিভাগের স্বাধীনতা নামে সুপ্রিমকোটকে সরকারর যে ভাবে গিলে খাচ্ছে তা দেখে আমি সত্যি হতাশ এবং ভীত ।
সরকার বিচারবিভাগকে আজ হুমকির সম্মুখির অবস্হায় ফেলে দিয়েছে।
সরকার সুপ্রিমকোট এর মাধ্যমে জোর করে যেভাবে শেখ হাসিনাকে অপরাধী বানাতে চাচ্ছে তা সত্যি তা খুব দুংখ জনক ।
সুপ্রিমকোট ন্যয় অন্যায় বিচার না করে যে ভাবে সরকারের পক্ষে কাজ করা শুরো করেছে তা দেখে কবির সেই বানীটা মনে পড়ে,
'বিচারের বানী যেন নিরবে কাদে' কিন্তু আমারত মনে হয় বিচারের বানী যেন নিরবে কাদে না , নীরবে হাসে ?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।