আমাদের কথা খুঁজে নিন

   

আসামি অপহরণের সময় ছাত্রলীগ নেতা আটক

আজ দুপুরে যশোরের আদালত চত্ত্বর থেকে যৌতুক মামলার এক আসামিকে অপহরণের সময় ছাত্রলীগ নেতা ওমর ফারুক রয়েলকে আটক করেছে পুলিশ। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রয়েল শহরের ষষিটতলা বুনোপাড়ার এসএম নেয়ামত আলীর ছেলে ও যশোর জেলা ছাত্রলীগের উপ-সাংস্কৃতিক সম্পাদক।
 
আদালত সূত্র জানায়, শহরের ষষ্টিতলা এলাকার জুবায়দা নার্গিসের দায়ের করা যৌতুক মামলার শুনানীর দিন ছিল আজ। সে অনুযায়ী এ মামলার আসামি জুবায়দা নার্গিসের স্বামী শহরের বকচর এলাকার শহিদুল ইসলাম ৮ বছরের মেয়ে ফারিয়াকে নিয়ে আদালতে গিয়েছিলেন।

বেলা ১২টার দিকে কোর্ট চত্ত্বর থেকে শহিদুল ইসলামকে অপহরণের চষ্টো করেন ছাত্রলীগ নেতা রয়েল ও মামলার বাদি জুবায়দা নার্গিসসহ চার যুবক। বিষয়টি লক্ষ্য করে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমী আহমেদের আদালতে কর্তব্যরত পুলিশ কনস্টেবল তাদের দিকে এগিয়ে যান ও রয়েলকে আটক করে আদালতে হাজির করেন।
 
অপহরণের বিষয়ে শহিদুল ইসলামের আইনজীবী আদালতে পিটিশন দাখিল করলে ছাত্রলীগ নেতা রয়েলকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমীরুল ইসলামের আদালতে হাজির করা হয়। বিচারক যৌতুক মামলার শুনানী শেষে ওই পিটিশনের শুনানি করেন। এসময় যেৌতুক মামলার বাদি জুবায়দা নার্গিস আদালতের কাছে অপহরণের কথা স্বীকার করেন।

 
সংশি্লষ্ট আদালতের পেশকার হাফিজুর রহমান জানিয়েছেন, অপহরণের ঘটনায় দায়ের করা পিটিশনটি গ্রহণ করে বিচারক এ ঘটনায় জড়িত জুবায়দা নার্গিস ও রয়েলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এছাড়া অপহরণের সাথে জড়িত আরও দুই যুবক নাইম ও অসিমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারিরও নির্দেশ দিয়েছেন বিচারক।
 
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল বলেন, অপহরণের সাথে রয়েলের জড়িত থাকার বিষয়টি তিনি শুনেছেন। এর আগেও তার বিরুদ্ধে  কয়েকদফা সংগঠনবিরোধী কর্মকান্ড পরিচালনার অভিযোগ রয়েছে। সে কারণে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার চিন্তাভাবনা করা হচ্ছে।

 
 

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.