শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় মাদক বিক্রির সঙ্গে জড়িত সন্দেহে এক যুবককে আটক করায় জনতার পিটুনির শিকার হয়েছেন গোয়েন্দা পুলিশের (ডিবি) পাঁচ সদস্য। আহতরা হলেন শেরপুর গোয়েন্দা পুলিশের এসআই জাফর আলী ও মিঠু মিয়া, এএসআই হাবিবুর রহমান, কনস্টেবল কবির হোসেন এবং আবদুল আওয়াল। উপজেলার নন্নীবাজারে মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে গতকাল দুটি মামলা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সন্ধ্যায় নন্নীবাজারে অভিযান চালিয়ে মাদকসহ হাবিবুর রহমান মেসি নামে একজনকে আটক করে ডিবি পুলিশ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।