আমাদের কথা খুঁজে নিন

   

মেঘের কার্নিশে বসে লেখা কবিতা

sobujarefin@gmail.com

শিশিরের ঘুমে স্বপ্নের মতন গুল্মলতা এর প্রতিটি পরমানুতে লুকানো যন্ত্রণা, আঁধারে মোড়ানো আলোর বিবেক আজ প্রতিবন্ধী দ্বিচারী প্রাণের ছায়াতলে খুব গহীনে পাওয়া চালতা ফুলের ইতিহাস আরো বেশী ধাক্কা মারে ঐশ্বরিক চেতনায় সাজানো তারকাগুলো ভঙ্গুর চোখের নেশায় ডুবে আছে তামাটে নাকের পাশে ফুটে থাকা ঘামফুল জীবনের গতিপথে আবারো ঝাঁকুনি দেয় জেগে ওঠে একজন মৃত আত্মা ঘুরে ঘুরে ছায়া ফেরী করেছে সে স্বর্গ আর নরকের মিলনবিন্দুতে দেখেছে সাগর- দেহঘ্রাণে উন্মাদ যৌনতা স্মৃতির পাটাতনে ভ্রমর হয়ে তুলে নেওয়া মধুর শৈশবের মত গান করো আর মিশে যাও... রাতের প্রতিটি পাতার সাথে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।