যুদ্ধাপরাধীর বিচার ও জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার দাবী করছি
ব্লগে অনেক গ্রুপই তো দেখলাম।
একটা ছোট দেশের মানুষ যে কতভাবে নিজেদের ভিতক্ত করতে পারে তার একটা জীবন্ত উদাহরন হবে এই ব্লগ সাইট।
কে যে বুদ্ধি দিয়েছে এদের।
যাই হোক - দেখলাম ধর্ম ভিত্তিক একটা ব্লগীয় গ্রুপ খোলা হচ্ছে - বাংলা ভাষায় ইসলাম শিখানো হবে।
ভাল কাজ।
এখন নিশ্চয়ই অন্য ধর্মের লোকজনসহ নাস্তিকদের গ্রুপ খোলার বিষয়টি বিবেচিত হবে।
এখন দেখছি রাজাকাররা দলে দলে সেই ব্লগ গ্রুপে যোগ দিচ্ছে। এইটাও কি সেই পরানা খেলা। ধর্মের কম্বলের নীচে পাকি পতাকা বহন!
এর চেয়ে রাজাকারদের উচিত নিজেদের সব্নামে একটা ব্লগ গ্রুপ খোলা। সেখানে যতরকম বাংলাদেশ বিরোধী কথা থাকবে।
কি বলেন, কেউ কি খোলবে নাকি?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।