"ব্লগকে সিরিয়াসলি নেবার কিছু নেই"...গরীব স্ক্রীপ্ট রাইটার
আমি চিরকালই ফাকিবাজ। যখন ইন্টার এ ছিলাম ইংরেজী পড়াতেন আমাকে যে স্যার প্রায়ই এসে দেখতেন আমি পড়তে চাচ্ছি না। স্যার নিত্য নতুন গল্প আর হাবিজাবি জিনিস যেমন হাত দেখা, কোন দিন কোন রাশির কি রঙ এর পোশাক পড়া উচিত, স্বপ্নের ব্যাখা এইসব শেখানোর লোভ দেখিয়ে আগে কিছুক্ষণ পড়াতেন তারপর শেখাতেন।
একদিন স্যার আমাকে স্বপ্নের ব্যাখ্যা শেখাচ্ছিলেন। আমি বললাম, স্যার স্বপ্নে জুতা দেখলে কি হয়?
স্যার বললেন, সুন্দর বর পায়।
আর যদি জুতা হারায় যায়? তাহলে কি সুন্দর বর হারিয়ে যায়?
হ্যা, হারিয়ে যায় মানে মারা যায় বা সেপারেশন হয়ে যায়।
স্যার, যদি ২ পায়ে ২ ধরনের জুতা পরে যেমন একপায়ে হিল অন্য পায়ে রূপসা, তাহলে?
তাহলে ২বার বিয়ে হয়, একজন বড়লোক আর একজন গরীব
তাহলে বুঝবো কিভাবে কার সাথে আগে বিয়ে হবে? যে পা আগে ফেলবো সেটা দিয়ে?
(স্যার এবার বুঝতে পেরেছেন আমি বিরক্ত করছি)মুখ শক্ত করে ফেললেন।
আমি না বোঝার ভান করে আবার জিজ্ঞেস করলাম, স্যার যদি হিল জুতাটা কাদার মধ্যে অর্ধেক গেথে যায় তাহলে?
স্যার রেগে বললেন, যে সময়ে খাবনামা তৈরি করা হয়েছিল সেই সময়ে হিল জুতা বা রূপসা ছিল না, খড়ম পড়তো তাই আমি ঠিকমত ব্যাখ্যা দিতে পারলাম না আমার ভুল হয়েছে তোমাকে শেখাতে যাওয়া।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।