আমাদের কথা খুঁজে নিন

   

দালালেরা কিছু পায় না ( হোসেইনের কবিতাঞ্জাল )

আপ্নেরা ছাগসাথে কোলাকুলি করেন , আমারে ডর দেখাইয়েন না

অত: পর অন্ধকার মেঘের কোন থেকে এক ঝলক হাসি দেয় সূর্য , আড়মোড়া ভেঙ্গে শীতার্ত শিশুর পাল উঠোনে লাফিয়ে নামে গোল্লাছুটের ডাকে , বরাহ শিকারীরা আপাত : ক্লান্তি মুছে নিদ্রাহীন চোখ কচলে এককাপ আদা চা খায় , হাসিমুখে কৃষক গিন্নী তার আচারের বোয়ামগুলো মেলে দেয় আঙিনার সোনা ঝরা রোদে । শুধু আমি ঝিমুই এই রোদেলা দুপুরেও , কারন আকাশের মেঘ কাটে নি এখনও , এখনও পরিপূর্ণ একটা রোদময় দিনের বহু বাকি এখনও আরো শত রাত , বরাহ তাড়াতে হবে জেনে নিই কারন আইনের কথা ভুলিয়ে দিয়ে ছেলেভুলানো যে গল্প এসেছে , তাতে করে এই রোদ থাকবে না একটু পরেই । তবু এই খানিক রোদে আড়মোড়া ভেঙ্গে একটু জিরিয়ে নাও সকলে , আবার প্রস্তুত হও । আমাদের পাওয়ার বাকি আরো অনেক , তার সব কিছুই আমাদের পেতে হবে তার সবগুলোই আমরা পেয়ে যাবো ঘামের বিনিময়ে , খালি দালালেরা কিছুই পাবে না , তাদের কেউ কেউ শুধু স্টিকি হবে । দালালেরা স্টিকি থাকে , এর চেয়ে বেশি কিছু পায় না ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.