আমাদের কথা খুঁজে নিন

   

বিয়ে, গার্লফ্রেন্ড ও বর্তমান হাল চাল।

Everything is logical... কেস এক: ছেলে বিয়ে করতে চায়। মা-বাবাই সব, তাই মা-বাবা কে মনের শুপ্ত বাসনা জানালো। মা: ঐ তোর বিয়া করার বয়স হইছে নাকি??? বড় হ, তার পর বিয়া করিস। বাবা: উঃ ঘর নেয়, চাল নেই আবার বিয়া করার সখ??? তোরে আমি মানুষ বানাইতে পারলাম না। দুরে গিয়া মর।

ছেলের মন খারাপ। শেষ-মেষ সিদ্ধান্ত নিল জিবনের অর্ধেক যেভাবে চলেছে() বাকিটাও ওভাবেই চলে যাবে। বিয়া সাধী আর করা লাগবো না। কি হবে বিয়া করে? একাই পৃথিবীতে এসেছি, একাই চলে যাব। কেস দুই: ছেলে ডিজুস জেনারেশন।

২ দিন অন্তর গার্লফ্রেন্ড বদলায়। সারাদিন ফোনে আর ফেবু তে ব্যাস্ত। মা: বাবা একটু পড় সোনা। ছেলে: মা জানো, অমুক(নিশ্চিৎ কোন ছেলে বন্ধুর নাম) না খুব বিপদে পড়েছে। ব্লা ব্লা ব্লা...।

[মা তো বরফ>> পানি। ] মা: ও তাই বাবা? ওকে একদিন বাসাই নিয়ে এসো সোনা। [ছেলে মনে মনে: এটাই তো চাই..] ২দিন যেতেই ছেলে সুযগ বুঝে গার্লফ্রেন্ডকে বাসাই নিয়ে এল। অন্য কেউ দেখার আগেই দরজা বন্ধ। শুধু বিছানা এলোমেলো ছাড়া আর কোন নমুনা নেই।

[বুইঝা লন ঘটনা কি] সন্ধায় মা, মা: বাবা, বিছানা এত এলোমেল কেন সোনা?? ছেলে: মা বলছিলাম না অমুক(ঐ) খুব অসুস্থ। এসেই বিছানায় শুয়ে পড়ল.... ঘটনা বাবার কানে গেল। বাবা: ও ছোট পোলাপাইন এরকম করতেই পারে। ও কি বুঝে এত? বাদ দাও এসব। মোরাল অফ দ্যা স্টোরি: যুগ বদলাই গেছে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.