আমাদের কথা খুঁজে নিন

   

প্রশাসনে পদোন্নতি নিয়ে আবার নাটকে ক্ষোভ অসন্তোষ

প্রশাসনের যুগ্ম সচিব পদে পদোন্নতি নিয়ে আবারও নাটক হচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশ অগ্রাহ্য করে নিজেদের পছন্দের ৭২ জনের নামের তালিকা অনুমোদনের জন্য সারসংক্ষেপ পাঠানো হয়েছে। এতে দল নিরপেক্ষ নিরীহ, যোগ্য, দক্ষ এবং মেধাবী কর্মকর্তারা বাদ পড়েছেন। অভিযোগ উঠেছে, মন্ত্রিপরিষদ সচিব ও জনপ্রশাসন সচিব তাদের ইচ্ছামতো তালিকা তৈরি করেছেন। এক্ষেত্রে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহেদুজ্জামানের অনুরোধও উপেক্ষিত হয়েছে।

প্রধানমন্ত্রীর দফতরে পাঠানো সারসংক্ষেপে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী অনেক কর্মকর্তা বাদ পড়লেও গোপন আঁতাতের মাধ্যমে জামায়াত-বিএনপিপন্থি অনেক কর্মকর্তা ঠাঁই পেয়েছেন। জানা গেছে, সর্বশেষ গত জুলাই মাসে দেওয়া পদোন্নতির পর উপসচিব থেকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দেওয়ার ক্ষেত্রে তেমন আগ্রহ ছিল না মন্ত্রিপরিষদ সচিব ও জনপ্রশাসন সচিবের। এ কারণে সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) বৈঠক করার বিষয়ে নিয়ে প্রথম থেকেই তাদের দুজনের অনীহা ছিল। প্রধানমন্ত্রী এসএসবি বৈঠক করার নির্দেশ দিলেও তারা নানাভাবে সময়ক্ষেপণ করেন। এ জন্য তারিখ নির্ধারণ করেও সেটি স্থগিত করে দেন।

একপর্যায়ে প্রধানমন্ত্রী দৃঢ় অবস্থানের কারণে গত ২৬ ও ২৭ আগস্ট এসএসবি'র বৈঠক করতে বাধ্য হন। প্রধানমন্ত্রী বঞ্চিত সব যোগ্য, মেধাবী ও দক্ষ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়ার নির্দেশও দিয়েছিলেন। কিন্তু প্রভাবশালী এই দুই সচিব প্রধানমন্ত্রী ওই নির্দেশনাকে আমলে না নিয়ে নিজেদেরে ইচ্ছেমতো তালিকা তৈরি করেছেন বলে অভিযোগ উঠেছে। এদিকে তালিকা তৈরি ও পদোন্নতি নিয়ে গত কয়েকদিন ধরেই নানা রকম কথা হচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত পছন্দের ৭২ জনের তালিকা তৈরি করে সারসংক্ষেপ পাঠানো হয়েছে প্রধানমন্ত্রীর দফতরে।

নির্ভরযোগ্য সূত্র জানায়, এই সরকারের আমলে প্রথম দফা পদোন্নতির সময় একজন কর্মকর্তা বঞ্চিত হয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন। এ কারণে দক্ষ, যোগ্য, মেধাবী এই কর্মকর্তার পক্ষে পরবর্তীতে কুমিল্লার একজন সংসদ সদস্যসহ সরকারি দলের একাধিক মন্ত্রি-এমপি সুপারিশ করেছিলেন। এই কারণে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব তার নথিটি সর্বশেষ নিয়ে আসেন। কিন্তু অজ্ঞাত ব্যক্তিগত ক্ষোভে এই কর্মকর্তা সরকারের বিরুদ্ধে পক্ষ অজুহাত তুলে তার নাম শেষ মুহূর্তে তালিকা থেকে বাদ দিয়ে সারসংক্ষেপ পাঠানো হয়েছে। শুধু এই কর্মকর্তাই নয়, এরকম অনেক কর্মকর্তাকে বঞ্চিত করা হয়েছে যারা যোগ্য, দক্ষ ও মেধাবী।

এদেরকে বাদ দিলেও নিজেদের পছন্দের কর্মকর্তাদের পদোন্নতি দেওয়ার জন্য সুপারিশ পাঠানো হয়েছে। শেষ মুহূর্তের এই বঞ্চনার পদোন্নতি সরকারের বিরুদ্ধে তীব্র অসন্তোষ তৈরি করবে বলে আশঙ্কা করছেন প্রশাসন সংশ্লিষ্টরা। প্রসঙ্গত, গত ৬ জুলাই এসএসবির বৈঠকে উপসচিব থেকে যুগ্ম সচিব পদে ২১০ জনের পদোন্নতির তালিকা তৈরি করে সুপারিশ পাঠানো হয় প্রধানমন্ত্রীর দফতরে। কিন্তু এটি পূর্ণাঙ্গ হয়নি। বাদ পড়েন অনেক মেধাবী, যোগ্য এবং দক্ষ কর্মকর্তা।

এ কারণে প্রধানমন্ত্রী এসএসবির এই পদোন্নতির সুপারিশ সংক্রান্ত নথিটি ফেরত পাঠান। এভাবে তিন দফায় প্রধানমন্ত্রী যুগ্ম-সচিব পদে পদোন্নতির বিষয়ে এসএসবির সুপারিশের নথিটি ফেরত পাঠান। শেষ পর্যন্ত এসএসবির সুপারিশের তালিকায় আরও ১৩৫ জনের নাম অন্তর্ভুক্ত করে মোট ৩৪৫ জনের নাম তালিকাভুক্ত করে পদোন্নতি দেওয়া হয়। তারপরও দেখা যায়, ১০ জন মুক্তিযোদ্ধাসহ ৭১ জন যারা কর্মক্ষেত্রে যোগ্য, দক্ষ, পেশাদার ও মেধাবী কর্মকর্তা বাদ পড়েন। আর সব মিলিয়ে বাদ পড়ার তালিকায় ছিলেন ২০০ জন।

এই অবস্থায় প্রধানমন্ত্রী পদোন্নতির বিষয়টি আবারও দেখার জন্য মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা এবং জনপ্রশাসন সচিব সোবহান সিকদারকে নির্দেশ দেন।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.