রোববার জাতীয় সংসদে আওয়ামী লীগের সংসদ সদস্য এনামুল হকের প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।
জাতীয় পার্টির সদস্য এ কে এম মাইদুল ইসলামের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্তমানে জনপ্রশাসনে ২ হাজার ৬০৩ জন সরকারি কর্মকর্তা রয়েছেন। এর মধ্যে ওএসডি রয়েছেন ২৬৫ জন।
প্রতিমন্ত্রী জানান, মোট কর্মকর্তার মধ্যে সচিব ৬২ জন, অতিরিক্ত সচিব ৩০৪ জন, যুগ্মসচিব ৯২৭ জন, উপসচিব ১ হাজার ৩১০ জন।
ওএসডি কর্মকর্তাগণের মধ্যে সচিব ৩ জন, অতিরিক্ত সচিব ৪৬ জন, যুগ্মসচিব ১৩৯ জন, উপসচিব ৭৭ জন।
বরিশাল-কুমিল্লার প্রাধান্য
জাতীয় পার্টির সাংসদ এ কে এম মাইদুল ইসলাম সংসদে সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব ও উপসচিবের জেলাভিত্তিক ও ধর্মভিত্তিক তালিকা চান।
প্রতিমন্ত্রীর উপস্থাপিত তালিকায় দেখা যায়, অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিব দুই-ই বেশি কুমিল্লায়। কুমিল্লায় বাড়ি ১৯ জন অতিরিক্ত সচিব ও ৪৩ জন যুগ্মসচিবের। উপসচিবের সংখ্যা সবচেয়ে বেশি চট্টগ্রামে ৬১জন।
৬২ জন সচিবের মধ্যে মুসলিম কর্মকর্তা ৫৯ জন ও হিন্দু ধর্মাবলম্বী কর্মকর্তার সংখ্যা তিনজন, অতিরিক্ত সচিবের মধ্যে ২৫৮ জন মুসলিম, হিন্দু ৪০ জন, খ্রিস্টান ২ জন, বৌদ্ধ ৪ জন।
যুগ্মসচিবের মধ্যে মুসলিম ৮০১ জন, হিন্দু ১২১ জন, খ্রিস্টান ৩ জন ও বৌদ্ধ ২ জন। উপসচিবদের মধ্যে মুসলিম ১ হাজার ১৭৩ জন, হিন্দু ১২৮ জন, খ্রিস্টান ১ জন ও বৌদ্ধ ৮ জন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।