আমাদের কথা খুঁজে নিন

   

প্রধানমন্ত্রী আইডিয়ালের মুগদাপাড়ার অবৈধ ক্যাম্পাসটি উদ্বোধন করলেন : শিক্ষা প্রশাসনে ক্ষোভ

আমি বাংলাকে ভালোবাসি... প্রধানমন্ত্রী আইডিয়ালের মুগদাপাড়ার অবৈধ ক্যাম্পাসটি উদ্বোধন করলেন : শিক্ষা প্রশাসনে ক্ষোভ শিক্ষা প্রশাসনের নিয়মনীতি না মেনে অবৈধভাবে গড়ে ওঠা মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের মুগদাপাড়া ক্যাম্পাস গতকাল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুমোদনহীন এ ক্যাম্পাসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছাড়াও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, শিক্ষাবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন, সাবের হোসেন চৌধুরী এমপি, শিক্ষা সচিব ড. কামাল আব্দুল নাসের চৌধুরীসহ শিক্ষা প্রশাসনের ঊর্ধ্বতন ব্যক্তি ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন। শিক্ষা প্রশাসনে এ নিয়ে গুঞ্জন চলছে। সংশ্লিষ্টরা বলছেন, অনুমোদনহীন একটি শাখা ক্যাম্পাস উদ্বোধন করে প্রধানমন্ত্রী পুরো শিক্ষা প্রশাসনের কার্যক্রম প্রশ্নবিদ্ধ করে দিয়েছেন। ক্ষোভ প্রকাশ করে শিক্ষা প্রশাসনের অনেকে প্রশ্ন তুলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানের দেখভালের দায়িত্ব আসলে কার? প্রধানমন্ত্রীর নাকি শিক্ষা প্রশাসনের? শিক্ষা মন্ত্রণালয় ও এর অধীন দফতর বা সংস্থা তাহলে কেন রয়েছে? এত জনবল তাহলে কী করছে? সংশ্লিষ্টরা বলছেন, অবৈধ ক্যাম্পাসটি উদ্বোধন করে প্রকৃত অর্থে প্রধানমন্ত্রী শিক্ষা প্রশাসনের এবং নিজের কর্মকাণ্ড প্রশ্নবিদ্ধ করলেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.