ডিসি পদে নিয়োগ দেওয়ার জন্য ফিট লিস্ট তৈরির কাজ শুরু করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এবারের ফিট লিস্টে মাঠ প্রশাসন সম্পর্কে জানাশোনা এবং স্মার্ট কর্মকর্তাদের বিবেচনায় নেওয়া হচ্ছে। ফিট লিস্ট তৈরির পর শীঘ্রই মাঠ প্রশাসনের প্রধান জেলা প্রশাসক (ডিসি) পদে নিয়োগ দেওয়া হবে। এর মাধ্যমে নতুন সরকার গঠনের তিন মাসের মাথায় মাঠ প্রশাসনে পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। বিশেষ করে ডিসি হিসেবে যাদের পারফরমেন্স খারাপ তাদেরকে দ্রুত প্রত্যাহার করা হবে।
সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। ডিসিদের ফিট লিস্টের তালিকা তৈরির বিষয়টি নিশ্চিত করে জনপ্রশাসন সচিব কামাল আবদুল নাসের গতকাল বাংলাদেশ প্রতিদিনকে জানিয়েছেন, ইতোমধ্যে ডিসি পদের জন্য বিভিন্ন ব্যাচের কর্মকর্তাদের মধ্য থেকে যোগ্য কর্মকর্তাদের বাছাইয়ের কাজ চলছে। বাছাই সম্পন্ন হলে পর্যায়ক্রমে বিভিন্ন জেলায় ডিসি পদে নিয়োগ দেওয়া হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ডিসি পদে নিয়োগ দেওয়ার অংশ হিসেবে ইতোমধ্যে প্রশাসনের নবম ব্যাচ, দশম, একাদশ, ত্রয়োদশ, পঞ্চদশ ব্যাচ পর্যন্ত কর্মকর্তাদের মধ্য থেকে ফিট লিস্ট তৈরির কাজ শুরু করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ফিট লিস্ট তৈরির ক্ষেত্রে সন্তোষজনক চাকরি, মাঠ প্রশাসন সম্পর্কে জানা, স্মার্ট, দক্ষতা ও যোগ্যতা রয়েছে, কোনো বিভাগীয় মামলা নেই, পারফরমেন্স ভালো এমন কর্মকর্তাদের বিবেচনায় নেওয়া হচ্ছে।
ইতোমধ্যে বিভিন্ন ব্যাচের ১৫৪ জন কর্মকর্তার মৌখিক পরীক্ষা নেওয়া হয়েছে। ফিট লিস্ট তৈরির জন্য পর্যায়ক্রমে সংশ্লিষ্ট ব্যাচের অন্য কর্মকর্তাদেরও মৌখিক পরীক্ষা নেওয়া হবে। তারপর সেখান থেকে ১০০ জনের চূড়ান্ত তালিকা তৈরি করা হবে। এরপরই ডিসি হিসেবে নতুন কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হবে।
সূত্র জানায়, সরকার মাঠ প্রশাসনে কাজের গতি বাড়াতে নতুন করে জেলা প্রশাসক নিয়োগ দেওয়ার উদ্যোগ নিয়েছে।
বিশেষ করে কয়েকটি বড় জেলায় দায়িত্বে থাকা ডিসিদের পারফরমেন্স খুবই খারাপ হয়ে যাওয়ায় তাদেরকে দ্রুত প্রত্যাহারের বিষয়টি বিবেচনায় নিয়েছে সরকার। জানা গেছে, পারফরমেন্স খারাপের দিক থেকে সবচেয়ে বাজে অবস্থায় চট্টগ্রাম, ঢাকা, নারায়ণগঞ্জ ও নরসিংদীর জেলা প্রশাসকরা। এই চার জেলার ডিসি যুগ্ম-সচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন এক বছরের বেশি সময় আগে। এরপরও তারা ডিসির দায়িত্বে রয়েছেন। এ ছাড়া আরও বেশ কয়েকটি জেলায় ডিসিদের পারফরমেন্স বিবেচনায় নিয়ে সেগুলোতেও পরিবর্তন আনা হবে।
এর বাইরে ইতোমধ্যে বর্তমান জেলা প্রশাসকদের মধ্যে যাদের মেয়াদ দুই বছরের বেশি সময় পার হয়ে গেছে, নতুন ডিসি নিয়োগ দেওয়া হলে পর্যায়ক্রমে পুরনোদের প্রত্যাহার করা হবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।