চেয়ার ধরে মারো টান, তিনি হবেন খান খান...
গত কয়েকদিনে যা হয়ে গেল, তার প্রেক্ষাপটে সা.ইনের কাছে ব্লগারদের দাবী ছিলঃ
▲ একটি যুক্তিপূর্ণ ব্যাখ্যা দেয়া
▲ ব্যান হওয়া ব্লগারদের নিঃশর্তভাবে আনব্যান করা
▲ বাংলাদেশ বিরোধীদের প্রোপাগান্ডা চালানোর সুযোগ বন্ধ করা
প্লেইন এ্যান্ড সিম্পল। কিন্তু, লজ্জাজনক হলেও সত্যি, সা.ইন. পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছে তা করতে।
► ব্যর্থ হয়েছে বাংলাদেশের মানুষের বুকের গভীরে লালন করা অনুভূতিগুলোকে সম্মান দিতে।
► ব্যর্থ হয়েছে দেশ হিসেবে বাংলাদেশের সবচেয়ে মহান অর্জন স্বাধীনতার প্রতি শ্রদ্ধা রাখতে।
► ব্যর্থ হয়েছে ৩০ লাখ শহীদ আর ২ লাখ ধর্ষিতার প্রতি ন্যুনতম সম্মান দেখাতে।
দায়সারাভাবে বলেছে, গালাগালি-ফ্লাডিং আর হ্যারেসমেন্ট ঠেকাতে নাকি এসব ব্লগারদের ব্যান করা হয়েছে! তাদের কাছে ক্ষমা প্রার্থনার দাবী করা হয়েছে! কতো বড় স্পর্ধা! মামার বাড়ীর আবদার! মামী যে লাঠি নিয়ে হাজির সেদিকে হুশ নেই!
ব্লগভর্তি ব্লগারগণ ব্যাখ্যা করে করে দেখিয়েছেন কে এবং কিভাবে সা.ইনকে হীন স্বার্থ চরিতার্থ করতে ব্যবহার করছে। সা.ইনকে তুলনা করেছেন ইউজড কনডোমের সাথে! তার পরেও হুশ ফেরেনি! মনে পড়েনি কারা তিল তিল করে এই ব্লগকে আজ প্রতিষ্ঠিত করেছে। বাংলাদেশ বিরোধী পোষ্ট এখনো জ্বলজ্বল করে ভেসে আছে এর পাতায় পাতায়! ছিঃ ছিঃ! অথচ, গঠনমূলক আলোচনা-পূর্ন পোষ্ট নির্দ্বিধায় মুছে দেয়া হয়েছে! তার প্রতিবাদ করে দেয়া পোষ্ট মুছে দেয়া হয়েছে!
কৌশলে সা.ইন. দাঁড়িয়েছে বাংলাদেশ ধারনার বিরুদ্ধে! দাঁড়িয়েছে বাংলাদেশ বিরোধীদের কাতারে! চেপে ধরেছে বাংলার কন্ঠকে! হাজারগুন এ্যাম্পলিফাই করে প্রচার করছে বাংলার শত্রুর আওয়াজ!
সা.ইন. এর মালিক কে? আরিলড? বাঙ্গালীরা? নাকি বাংলাদেশ বিরোধী-শিবির? আমার দেশে বসে আমার বিরুদ্ধে প্রচারনার ব্যবসা করার দুঃসাহস কে দিয়েছে সা.ইনকে?
ব্যর্থ সা.ইন. ধুর্ত শিয়ালের ডাকে ভরে উঠছে প্রতিদিন - বাংলার বাঘের থাবা থেকে বাঁচার রাস্তা খুজে নাও এখুনি। আর সময় নেই। এদেশেও আইন আছে।
এবার সময় হয়েছে জবাদিহির - এক্ষুনি জবাব চাই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।