আমাদের কথা খুঁজে নিন

   

বন্ধু ও তার মোবাইল এর মেসেজ.....



আমার এক খুব প্রিয় বন্ধু একদিন আমাকে মোবাইলে একটা মেসেজ লিখল PLEASE COMING THANAR MOR WITHIN FIVE MINITUES. VERY ARGENT. PLEASE PLEASE PLEASE... ভাবলাম বেচারার কি মাথা খারাপ হয়ে গেল নাকি। থানার মোড় ওর কাছে কিভাবে যাবে। ও বড়জোর থানার মোড়ের কাছে যেতে পাড়ে। তাই বলে থানার মোড়........ যাই হোক আমি প্রায় ৩০ মিনিট পরে গিয়ে দেখি, বেচারা উদভ্রান্ত অবস্থায় থানার মোড়ে ঘোরাফেরা করতেছে। আমি ওর কাছে যাওয়া মাত্র আমাকে উল্টাপাল্টা গালি দিতে শুরু করল।

বহু কষ্টে বেচারাকে থামালাম। বললাম কাহিনী কি? বলল তোকে কোন সময় আসতে বলেছি? তোকে না ৫ মিনিটের মধ্যে থানার মোড়ে আসতে বলেছি। আমি প্রশ্ন করলাম, কখন বললি? কাকে বললি? তুই তোর ম্যাসেজ বক্স চেক কর। দেখ কি লিখা আছে? বললাম তুই তো আমাকে আসতে বলিসনি। থানার মোড় কে তোর কাছে আসতে বলেছিস।

তোর মেসেজ টা আগে পর। তারপর যা বলার বল.... বেচারা মেসেজ পরে প্রায় কেঁদে দেয়? আর আমি হাসতেছি। পাঠকরা মনে হয় মজা পেলেন না। তাই না.........

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.