আমাদের কথা খুঁজে নিন

   

ফাসির আগে আদালতে হোসেইনের জবানবন্দী ( কবিতাঞ্জাল )

আপ্নেরা ছাগসাথে কোলাকুলি করেন , আমারে ডর দেখাইয়েন না

জ্বি জনাব , আমাকে ফাসিতে ঝুলিয়ে দিলে বেশ হয় , ফাসিতে ঝুলিয়ে দিলেই সমস্যার সমাধান হয় বটে , যেমন ক্ষুদিরাম , অথবা কর্ণেল তাহের , ফাসিতে ঝুলিয়ে দিলে সব কিছু বেশ সামলে সুমলে নেয়া যায় । ফাসিতে ঝুলাতে হলে বেশ কিছু আয়োজন লাগে , কিছু ক্ষেত্র প্রস্তুত করতে হয় , তকমা লাগিয়ে জানাতে হয় , এই লোকটা বড়ো খারাপ , সেই আয়োজন চলছে বেশ জোরেশোরে । আমি দেখছি আর হাসছি , শেষ বারের মতো চর্ব-চোষ্য-পেয় তে গর্দানটা বেশ মোটাসোটা করে নিচ্ছি এই অবসরে , যাতে করে ফাসির দড়িটা ঠিকমতো এটে বসে , আর আপনাদের কষ্ট করতে না হয় খুব একটা । আমি জানি গোয়েন্দা লাগিয়ে বেশ তন্ন তন্ন করে খোজঁ নেয়া হচ্ছে , আমার অতীত আর বর্তমানের সবগুলো ঘরবাড়িতে ইদানিং বড়ো বেশি অস্বাভাবিক হিট চোখে পড়ে , আমাকে খুজেঁ বের করতে ফাকফোকরে , অনেকেই বেশ পোস্ট আর ইমেইল দিয়ে ঘাটাঘাটি করছেন পরষ্পরের কানে কানে ফিসফিস চলছে বেশ , তা চলুক , আগেই তো বলেছি ফাসি দিলে বেশ হয় ,সেটা আমার অথবা আমাদের । অবশেষে খুজেঁ পাওয়া গেল একটা তকমা আমাকে গালিবাজ নামে একটা বোল্ড-আন্ডারলাইন লেবেল লাগিয়ে, বিচার সভায় হাজির করা হলো , দুই জন বিচারকের সামনে । ধর্মে অবশ্য মেয়েদের বুদ্ধিসুদ্ধিতে আস্থা রাখে কম, আর তাই দুইজন মেয়ের বিবেচনাকে একজন পুরুষের সমান ধরা হয়, আমি নিষ্ঠাবান ধার্মিক , বিচারকের দফতরে বসা দুইজন মেয়েকে তাই একজন পুরুষের সমান গননা করি, অপর পাশে আমিও একজন পুরুষ বটে , তাই বুদ্ধিশুদ্ধিতে কাটাকাটি হয়ে যেতে পারে , যদিও এতেকরে পূর্বলিখিত রায় পালটাবে মনে হয় না । আদালতে সমবেত সূধীজন , এই শীতের বিকেলে আপনারা স্বাক্ষী থাকুন , গালিবাজি আমি কখনোই করিনি । গালি নয় ,আমি শুধু সত্য বলেছিলাম , আমি শুধু বরাহকে শুকর বলেছিলাম, সারমেয়কে কুকুর বলেছিলাম , হৃষ্টপুষ্ট ছাগলদেরকে মানুষ মানতে অস্বীকার করেছিলাম, এই অপরাধে , একদল পাকিস্তানী দুম্বা , না না ধরনের তকমা লাগিয়ে একজন মানুষকে ফাসি দিতে যাচ্ছে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.