মনের আনন্দের জন্য ব্লগিং অনেকেই গলা ফাটাচ্ছেন রাজনীতি মুক্ত খুবির জন্য রাজনীতিতে জড়িয়ে পড়া উচিত না। কিন্তু কে শুনে কার কথা। মুক্তি পাগল ছাত্ররা ছুটে গিয়েছে শিববাড়ী মোড়ের নির্দলীয় মন্চে। চলছে গান, বাজনা, কবিতা আর চিৎকার করে সমস্বরে কাদের মোল্লার ফাসি। রায়ের পরের দিনই খুবি ক্যাম্পাস থেকে বিশাল গনমিছিল গগনবিদারি চিৎকারে ছুটে গিয়েছে পিটিআই মোড়ে।
সকলে ছিল আর একবার বিজয় ছিনিয়ে আনার নেশায় বুদ। হলের প্রতিটি রুমে রুমে ডাক পড়েছে সাধারন ছাত্রদের। দলে দলে যোগ দিয়েছে ছাত্ররা। শিক্ষক কর্মকর্তাদের সতস্ফুর্ত অংশগ্রহনে আরও প্রানবন্ত হয়ে উঠে সবার স্বপ্ন আশা। কাদের মোল্লার ফাসি আর ধর্মীয় রাজনীতি বন্ধের স্লোগানে স্লোগানে মুখরিত খুবির সবুজ ক্যাম্পাস।
দেশপ্রেমিক এই বাধভাঙ্গা ছাত্রজনতাকে নেতৃত্ব দিচ্ছে বামাদর্শের সেই চিরচেনা জনপ্রিয় ছাত্রদের সাথে প্রশাসনের বামাদর্শের একঝাক সুপ্রিয় শিক্ষকমন্ডলী। যাতায়াতের জন্য বিশেষ বিশেষ সময়ে বিশ্ববিদ্যালয়ের বাসের ব্যবস্থা করা হয়েছে। আজ ও কাল বর্জন করা হয়েছে ক্লাস। খেলার প্রাকটিস থেকে উঠে এসেছে জামাত নেতাদের মুক্তির দাবিতে একঝাক তরুন। এবার রাজাকারদের ডলা দেয়ার পালা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।