আমাদের কথা খুঁজে নিন

   

সত্যিকারের আন্দোলন করতে চাইলে সকল রাজাকারদের নাম সহ ফাসির দাবী করুন

আল্লাহ তা'লা বলেন, "নিশ্চয় মদ, জুয়া, প্রতিমাসমূহ এবং ভাগ্য নির্ধারক শরকসমূহ অপবিত্র ও শয়তানের কাজ ছাড়া কিছুই না। অতএব, এগুলো থেকে বিরত থাক যাতে তোমরা সফলতা লাভ করতে পার। " সূরা আল মায়েদা - ৯০ সত্যিকারের আন্দোলন করতে চাইলে সকল রাজাকারদের নাম সহ ফাসির দাবী করুন। শুধু জামাতে ইসলামী রাজনীতির সাথে জড়িত রাজাকার কেন? আওয়ামীগের মধ্যে কি রাজাকার নাই? না-কি তারা আওয়ামীলিগ করে তাই সাত খুন মাফ! বি,এন,পির মধ্যে কোন যুদ্ধাপরাধী নাই? না-কি সব ধোয়া তুলসির পাতা হয়ে গেছে, না-কি গণজাগরণের কর্ণধারগণ তাদের নাম মুখে নিতে ডরান? দেশে কে শুধু জামাতী কাদের মোল্লারাই রাজাকার? আর যারা আজ দেশটাকে প্রতিদিন ধর্ষন করছে ক্ষমতায় থেকে তাদের কি হবে? যারা খুন, লুট-পাট, দুর্নিতী, ঘুষ, দলীয়করণ সহ অসংখ্য অপকর্মের সাথে জড়িত তাদের বিচার কে করবে? সাগর-রুনীর হত্যাকারীরা রাজাকার না? কই তাদের কথা তো সরকারের কানের ফুটোর মধ্যেও যায় না। কেন? না-কি রাজাকার নামটা জামাতের সাথেই জড়িত? আজ কোন জামাত নেতা বাসের মধ্যে, ট্যাক্সির মধ্যে আমাদের বোনকে ধর্ষন করে? প্রতিদিনই এই দেশের মাটিতে কোন না কোন মা-বোন ধর্ষিত হচ্ছে, এনারা কাদের দ্বারা ধর্ষণের স্বীকার হচ্ছে।

জামায়াতি না-কি সরকারী দলের কেউ, না-কি বিরোধী দলের কোন রাজাকার? তত্বাবধায়ক সরকার যখন সকল দুর্নিতীবাজদের মুখোশ খুলে দিয়েছিল প্রমান সহ তখন কোথায় ছিল সকলে? এখন কেন আওয়ামীলিগ তত্বাবধায়ক সরকার চান না? তারা কি ডরান? তাদের বিচার করার জন্য জনগণ কি কখনো গণজাগরণ করবে? অফিস আদালতে যেখানেই যাই, দুর্নিতি আর দুর্নিতি!!! তাদের বিচার কে করবে? যারা এই চার বছরে আলাউদ্দিনের চেরাগ ঘষে তাদের ভাগ্যের চাকা ঘুরিয়ে ফেলেছে, বাড়ি-গাড়ি, ব্যাংক ব্যালেন্স করে ফেলেছেন তাদের আদালতের কাঠগড়ায় কে তুলবেন? তারা কি রাজাকার নয়? অগ্নি কণ্যা খ্যাত লাকি আপারা তাদের নাম ধরে শাহবাগের চত্বরে কেন চিল্লায় না? এক কাদের মোল্ল্যার ফাসি হলেই কি দেশে শান্তি আসবে? দেশকে যারা দুর্নিতীর চরম শীর্ষে পৌঁছে দিয়ে অহমিকা প্রকাশ করে বেড়ায়, যাদের অপকর্মের ফল সরূপ পদ্মা সেতুর বিনিয়োগে ফাটল ধরে তারা কি রাজাকার নয়? সতিকারের রাজাকারে সংগা কি জানাবেন কি? যারা দেশকে প্রতিদিন একবার করে বিক্রি করে, দেশের টাকা বাহিরে পাঠিয়ে সুইস ব্যাংকে টাকার পাহার গড়ে তোলে তারা কি দেশ দ্রোহী নয়? ৭১ এ দেশ স্বাধীন হবার পর কতো মা-বোন ধর্ষিত হয়েছে তার হিসাব আছে? দেশকে কেন আমরা স্বাধীন করেছি? লুটে পুটে খাব বলে? যা করতে চেয়েছিল পাকিস্তানী হানাদারগণ তাই নিজেদের করায়ত্বে নিব বলে? এই কি স্বাধীনতার সংগা? ভাবতে অবাক লাগে!! আমরা দেশের উন্নয়নের জন্য এতো মানুষ কখনো মাঠে নামি না। কখনো এতো মানুষ একত্রিত হয়ে বলিনা ঢাকা শহরের যানজট না কমাতে পারলে গোটা ঢাকা শহর অনির্দ্দিষ্ট কালের জন্য অচল করে দিব। এতবড় আন্দোলন কি আর কখনো হবে এই দেশের মাটিতে সরকারী বা বিরোধী দলের বিপক্ষে? মনে হয় না………. কারন এখানে যারা আন্দোলন করছেন তারা কোন না কোন রাজনীতির ছত্রছায়ায় আছেন। যারা নিরপেক্ষ তারা সহস পান না মুখ খোলার। এই সুযোগটা কাজে লাগিয়ে জামাতকে নিষদ্ধ করতে পারলে সত্যিকারের লাভ কাদের? জামাত নিষিদ্ধ হলেই কি রাজাকার মুক্ত দেশ হবে? কে দিবে সেই গ্যারান্টি? আল্লাহ পাক তাদের বিচার করুন যারা সত্যিকারের রাজাকার, ধর্ষণকারী, লুটপাটকারী, চোর, দুর্নিতিবাজ, যুদ্ধাপরাধী।

পাঠক সমাজ দয়া করে আমাকে আবার ভুল বুঝবেন না। শাহাবাগে গিয়ে দেখলাম সকলের রক্ত গরম হয়েছে কাদের মোল্ল্যার ফাসির দাবীতে, জামাত শিবীর নিষিদ্ধের দাবীতে, আর আমার রক্ত গরম গোটা বাংলার রাজাকারদের ফাসীর দাবীতে হোক সে সরকারী এবং বিরোধী দলীয় নেতা। আমরা কেন তাদের নাম মুখে আনছি না? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।