সংস্কৃতি হোক যুদ্ধের হাতিয়ার...
আমাদের অনেকেই নিয়মিত মঞ্চ নাটক দেখি...অনেকেই আবার চিন্তা করি আজ একটা নাটক দেখবো। কিন্তু শিডিউল জানা না থাকায় দ্বিধাদন্দ্বে থাকি। সবার জন্য তাই আজকের লেখায় জানুয়ারী ২০০৮ এ মহিলা সমিতি মঞ্চে কি কি নাটক আছে .......তার একটা লিস্টি দিলাম নাট্যদলের নাম সহ।
জানুয়ারী ১ - ঢাকা নান্দনিক - হঠাৎ
জানুয়ারী ২ - মুক্তমঞ্চ - উম্মে কুলসুম
জানুয়ারী ৩ - দেশনাটক - দর্পনে শরৎশশী
জানুয়ারী ৪ - থিয়েটার (বেইলী রোড) - মাধবী
জানুয়ারী ৫ - পদাতিক নাট্য সংসদ বাংলাদেশ - জামগাছ
জানুয়ারী ৬ - স্বদেশ - রূপজান
জানুয়ারী ৭ - অবয়ব - জলপরী
জানুয়ারী ৮ - থিয়েটার সেন্টার - রাতের অতিথি
জানুয়ারী ৯ - নগরী নাট্য গোষ্ঠী - আদম ব্যাপারী
জানুয়ারী ১০ - ঢাকা থিয়েটার - প্রাচ্য
জানুয়ারী ১১ - নাগরিক নাট্যাঙ্গন - প্রাগৈতিহাসিক
জানুয়ারী ১২ - আরন্যক - ময়ূর সিংহাসন
জানুয়ারী ১৩ - নাট্যজন - --------------
জানুয়ারী ১৪ - থিয়েটার টাচ - সদর উদ্দিনের লো প্রেসার
জানুয়ারী ১৫ - বহুবচন - দেবী
জানুয়ারী ১৬ - স্বাগতম থিয়েটার - ময়নারা
জানুয়ারী ১৭ - নাগরিক - রক্তকরবী
জানুয়ারী ১৮ - সময় - ভাগের মানুষ
জানুয়ারী ১৯ - লোকনাট্যদল - কঞ্জুস
জানুয়ারী ২০ - থিয়েটার (তোপখানা) - ভবঘুরে
জানুয়ারী ২১ - প্রাঙ্গনে মোর - শ্যামাপ্রেম
জানুয়ারী ২২ - দ্রাবিঢ় নাট্যাঙ্গন - বেয়াদবী মাফ করবেন
জানুয়ারী ২৩ - উদীচি - বৌ বসন্তি
জানুয়ারী ২৪ - দৃষ্টিপাত নাট্য সংসদ - বিচারপতি ঘুমিয়ে গেছেন
জানুয়ারী ২৫ - থিয়েটার আর্ট ইউনিট - আমিনা সুন্দরী
জানুয়ারী ২৬ - নাট্যচক্র - ভ্দ্দরনোক
জানুয়ারী ২৭ - ভিশন সি - যুদ্ধের সন্তান
জানুয়ারী ২৮ - দৃষ্টিপাত নাট্যদল - বুদ্ধু
জানুয়ারী ২৯ - নীলিমা থিয়েটার - খরা ও নারী
জানুয়ারী ৩০ - ভার্সিটি থিয়েটার (নতুন) - হাতুড়ে ডাক্তার
জানুয়ারী ৩১ - থিয়েটার (আরামবাগ) - নাট্য উৎসব
এই নাটক গুলোর সবগুলো আমার দেখা হয়নি। বেশ কয়েকটি আমার দেখা হয়েছে।
তাই যে নাটকগুলো দেখার জন্য সাজেস্ট করতে পারি সেগুলোর নাম বলি। দেখতে পারেন নাগরিক নাট্যাঙ্গনের প্রাগৈতিহাসিক, আরন্যকের ময়ূর সিংহাসন, নাগরিকের রক্তকরবী, লোকনাট্যদলের কঞ্জুস, প্রাঙ্গনে মোর এর শ্যামাপ্রেম, উদীচির বৌ বসন্তি, নাট্যচক্রের ভদ্দরনোক...এই নাটক গুলো ইতিমধ্যে যথেষ্ট সুনাম কুড়িয়েছে। সময় করে নাটকগুলো দেখবেন আশাকরি। আপনি পাবেন নির্মল আনন্দ।
বিঃ দ্রঃ নাট্য দলগুলো তাদের সুবিধা মত অনেক সময় তাদের মঞ্চায়ন বাতিল করে বা তারিখ বদল করে নিজেদের মধ্যে।
অনেক সময় নির্ধারিত নাটকের বদলে দলের অন্য একটি নাটক মঞ্চস্থ করে। তাই এই তথ্যগুলো পরিবর্তনযোগ্য।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।