আমাদের কথা খুঁজে নিন

   

কবিতা : তুমি ও তুমিহীন আমার গোয়েন্দাসত্তা-২

অভিজিৎ দাসের লেখা ও অন্যান্য বিষয়াবলি

তোমার মাথার সিঁথি একেঁবেকে গেছে, তবু চেনা যায় যেভাবে চুলের ক্লিপে গেঁথে দিচ্ছ এই শব্দরাশি, অক্ষের দিকে ফেরা যে পরিধি বৃত্তকে আগুনে পুড়িয়ে তৃষিত জলদেশের সন্ধানে পরিব্রাজক হল তাকে না ফেরানো শ্রেয় ভেবে কিছুটা তীক্ষ্মতা নিয়ে দৃষ্টিতে জমিয়েছ আশ্রুর কাঁকর; মরুদ্যানে ঝরে পড়া বারষধারার মত আকাঙ্খিত। এই গৃহলোক হোক তোমার অঙ্গশৈলীর নিবিড় বসতি যে পথে হেঁটেছি এতকাল তাকে দুর্লঙ্ঘ ভেবে ভীরু পায়ে করেছি অনুসরণ তোমার আগ্নেয় পদছাপ এইবার কেবল ভস্ম ছাড়া আগুন আমেকে তুমি কি বা যোগাতে পার কল্লোলিত সমুদ্র মন্থনে দূরের ফুলেরা সব প্রজাপতি ডানার ছায়ায় যদি রোদ হতে নিরাপদ রয়, মক্ষিকার মধু অন্বষেণ তবু থাকে কি বিরত? তথাপি তোমার সাক্ষাতে আঁকাবাঁকা চুলের ক্লিপের চাপে প্রোথিত অন্ধকার উড়ে যেতে চায় সমুদ্রবাতাস ভেদ করে প্রস্তরযুগের নীলিমায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.