"ব্লগকে সিরিয়াসলি নেবার কিছু নেই"...গরীব স্ক্রীপ্ট রাইটার
কাহিনী ও নায়িকার বাবা: মানুষ
নায়িকা: বিষাক্ত মানুষ ওরফে ঝিঙটা মুরগী
নায়ক: তানজিলা হক
সাইড নায়িকা: উদাসী স্বপ্ন
সাইড নায়িকার বন্ধু: সাইফুর
মিউজিক ডিরেক্টর: নাদান
ক্যামেরাম্যান: ছায়ার আলো
প্রডিউসর: রাশেদ
ব্লগ সম্মেলন হচ্ছে আজ। সম্মেলনে ব্লগারদের মধ্যে কয়েকজন শিল্পী নাচগান করছে।
নায়ক তানজু গান গাইছে, “তোমাকে আরও ভেবে চোখ যে ঢেকেছি আধারে নীরব থেকে.....”
গানটা শুনে নাইকা বিমার হৃদয় ছুয়ে গেল, সে উকি দিয়ে গায়ক ওরফে নায়ক তানজুকে দেখতে গেল। কিন্তু তাকে ধমক দিল ভীষণ উগ্র সাইড নায়িকা উজকুম্বা, ধমকের স্বরে বলল, কি এদিকে কি?
না মানে যিনি গান গাইছেন, কি সুন্দর কন্ঠ! আমি জীবনেও এত সুন্দর গান শুনিনি।
ন্যাকামী বন্ধ করো।
শুনো নি আর শোনার চেষ্টাও করো না, ওর থেকে যত দূরে থাকবা তোমার জন্য ততই ভাল।
(মন খারাপ করে বিমা তার মেকআপ নিতে চলে গেল। আজকে তারও পারফর্ম করার কথা, সে খুব সুন্দর করে নাচতে পারে)
“প্রজাপতিটা যখন তখন উড়ে উড়ে ঘুরে ঘুরে রাঙা মেঘের মতন বসে আমার আকাশ জুড়ে যখন তখন......”
এই গানের সাথে বিমার নাচ দেখে তানজু অতিরিক্ত মুগ্ধ হল। কি সুন্দর চুল! মেয়েটা যেমন সুন্দরী তেমনি লম্বা কালো চুল আর কি সুন্দর নাচে! তানজু অটোগ্রাফ নিতে গেল গেল বিমার কাছে। বিমা তানজুকে দেখে বিরক্ত হল কিন্তু কিছু বলল না তার মনে একটাই খোজ এত সুন্দর করে যে গান গাইতে পারে সে না জানি কত সুন্দর।
(এধরনের ছ্যাবলামো চিন্তাভাবনা)
অনুষ্ঠান শেষে বিমা বাসায় ফিরছিল তখন বেশ রাত ৭/৮টার মত বাজে। বিমার গাড়ি নষ্ট হয়ে গেল। পথে তানজু বিমাকে রাস্তায় দাড়িয়ে থাকতে দেখে লিফট দিতে চাইল। বিমা ভীষণ বিরক্ত হল কিন্তু তারপরও উপায় না দেখে রাজি হল।
পথে যেতে যেতে তানজু বিমাকে বিভিন্ন ব্যক্তিগত প্রশ্ন করছে কিন্তু বিমার কানে খালি ওই একটাই কন্ঠ বেজে চলেছে।
বিমাকে বাসায় নামানোর পর বিমা তাকে একবারও চা খেতে বললো না তান্জু ভাবলো দারূন মেয়ে তো ভদ্রতাও জানে না তারপর আবার ওই গানটা“তোমাকে আরও ভেবে চোখ যে ঢেকেছি আধারে নীরব থেকে.....” গুনগুন করে গাইতে গাইতে চলে যাচ্ছিল কি বিমার আর বুঝতে বাকি থাকলো না এ ই সে যার গান তাকে মুগ্ধ করেছে। বলল, দাড়ান আপনিই সেই!
তানজু বলল, কে? কার কথা বলছেন?
আজকে গান গাইলেন।
হ্যা, আমি গান গেয়েছি।
কী অসাধারণ গেয়েছেন! জানেন!
আরে আমি তো শখের বশে গাই।
এরপর বিমা তানজুকে তার ফোন নাম্বার দিল।
এরপর কিছুদিন অতিবাহিত হল, কিছু গান হল যেমন “আমি ছিলাম একা একা তোমার সাথে হল দেখা....”, “আমি আশিক তুমি প্রিয়া...”, “ভালবাসিয়া গেলাম ফাসিয়া করতে হবে এবার বিয়া...”
(বাকী অংশ বিজ্ঞাপন বিরতির পর)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।