"ব্লগকে সিরিয়াসলি নেবার কিছু নেই"...গরীব স্ক্রীপ্ট রাইটার
৪
ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের
উন্নয়নের মার্কা, মোরগ মার্কা
মায়ের কোলে শিশুর ডাক মোরগ মার্কা জিতে যাক
সন্তানহারা পিতার ডাক মোরগ মার্কা জিতে যাক
সুন্দরবনে বাঘের ডাক সোহাগ ভাই জিতে যাক
............................
এই গতানুগতিক ডায়ালগগুলো মাইকিং করার সময় বলছে আনা চুরা(আরিফ থেকে আনা) এবং সাথে আবহাওয়া সংগীত বাজছে, কন্ঠ মোরগ রাশু, “কক কক ককককককক...” যখন আনা চিল্লাতে চিল্লাতে হাপিয়ে ওঠে তখন বাজতে থাকে, রাশুর “অক্কাঅঁ অক্কাঅঁ....”
বাদর চোধুরী মনে করল একটা মোরগ মনে হয় মাইকিং করার সময় আনা চুরার সাথে থাকে এবং প্রয়োজনমত যেমন ডাক দরকার তেমনি দেয়। তিনিও কি কম!! উনার মার্কা গাভী তাই তিনি একটা গরুকে (রমজান ওরফে মানুষ) রিকশায় উঠিয়ে মাইকিং করার জন্য রাখাল চিকন মিয়াকে বললেন। রিকশায় উঠানোর সময় রমজান গরু খুবই আগ্রহ করে উঠলো তবে কিছুদূর যাবার পর চিকন মিয়াকে লাথি মেরে রিকশা থেকে লাফ মেরে পালালো।
চিকন মিয়া বাসায় এসে বলল, নানা রমজান পলাইছে!!
রমজান গরু পালিয়ে থানায় যেয়ে বসে থাকলো, খোজ করতে করতে চিকন রমজানকে থানায় খুজে পেল।
৫
আরেকজন কাউন্সিলর পদপ্রার্থী এবং অপেক্ষাকৃত দূর্বল প্রতিযোগী সৈয়দ নাড়িয়া উজ্জামান (নাড়িয়া) (নরাধম/ হ্যারি সেলডন আরো নিক থাকতে পারে আমি জানি না ) এই লোকের মার্কা বই এবং তার পোস্টারটা এই যে...
র্
এখানে উল্লেখ্য যে নাড়িয়া মোটেও বিএসসি (অনার্স) এমএসসি না, সে অষ্টম শ্রেণী পাশ।
গতবার সে ভোটে দাড়িয়েছিল বাড়ি বন্ধক রেখে এবার সে বাড়িটা বি্ক্রি করে দিয়েছে। সে হারবে এটা যেমন নিশ্চিত সে পথে বসতে যাচ্ছে এটাও নিশ্চিত।
৬
দেহি এট্টা দুধ চা দাও তো, (শান্ত চা দোকানী হনুফা (হনুলুলু) কে বলল)
( এই দোকানে ফ্রি চা খাওয়া যাচ্ছে বাদর চৌধুরীর কল্যানে। বাদর চৌধুরী হনুফাকে বলে দিয়েছেন ভোটের আগ পর্যন্ত সব বিল উনিই দিবেন। হনুফা যদি ১০০ কাপ বিক্রি করে বলে ৩০০ কাপের কথা)
শান্ত: ভালই
বাদর চোধুরী ভাবল তার ফ্রিতে চা খাওয়ানোর ব্যাপারটাকে শান্ত ভালই বলেছে।
বাদর চৌধুরী: কি মনে হয়? আমার ফিল্ড কেমন ?
শান্ত: ভালই!! আপনার আবার কিসের ফিল্ড?
বাদর চৌধুরী: কেন আমি ভোটে দাড়িয়েছি তুমি জানো না!!
শান্ত এবার খেয়াল করলো যে পোস্টারের বাদর চৌধুরী ই হট বুড়ো। এত পোজ মেরে বুড়ো ছবি তুলেছে তাছাড়া সবাই বাদর চৌধুরীকে হট বুড়ো হিসেবেই চেনে তাই শান্ত প্রথমে খেয়াল করে উঠতে পারে নাই যে ফ্রি চা খাচ্ছে তা হট বুড়ো খাওয়াচ্ছে।
শান্ত একটু সামলে বলল: ভালই
বাদর চৌধুরী: শুধু ভালই?
শান্ত: মাইকিং এ আপনার তেমন জোর নাই
বাদর চৌধুরী: আমি মাইকিং করার জন্য কিছু ডায়লগ লিখে রাখছি কিন্তু তেমন ভাল কন্ঠের লোক পাচ্ছি না তোমার কাছে কি কোন গান বাজনা করা ছেলে আছে যে গানের মত সূর তুলে মাইকিং করতে পারবে?
শান্ত: ভালই
বাদর চৌধুরী: ভালই কি? থাকলে বলো আছে নাহলে বলো নাই!!
শান্ত: ভালই। আছে একজন তবে টাকা নিবে ভালই
বাদর চৌধুরী: টাকার কথা ভাববে না যা লাগবে দিবো
শান্ত: ভালই
বাদর চৌধুরী: তাকে নিয়ে আসবে আজই এক্ষুনি আর শোনো আমার সমানে ভালই ভালই করবে না
শান্ত: ভালই...এক্ষুনি আনতাছি
৭
বিষু আর শান্ত মাইকিং করছে সুর করে...
লেডিস এ্যান্ড জেন্টেলম্যান গরু মার্কায় ভোট দ্যান
কালোটাকায় লাথি মারো গাভী মার্কায় সিল মারো
আসছে দিন যাচ্ছে রাত গরু মার্কা জিতে যাক
মায়ের কোলে শিশুর হাসি, হট বুড়োকে আমরা ভালবাসি
গরীব দুঃখীর মার্কাআ গাআভী মার্কাআ
নীল আকাশে চাদ উঠেছে হট বুড়ো জিতে যাবে
৫নং ওয়ার্ডবাসী জোট বেধেছে, গরু মার্কা জিতে যাবে
.......................
বিভিন্ন হিট হিট মমতাজের গানের সুরে মাইকিং করছে এই ২জন এবং তারা চুল ঝাকিয়ে এতো মত্ত তাদের সুর আর সংগীত নিয়ে যে গাভী মার্কাকে গরু আর বাদর চৌধুরীর বদলে হট বুড়ো বলে যাচ্ছে সে খেয়াল তাদের নেই।
৮
বাদর চৌধুরীর দেখাদেখি সোহাগ ভাইও সাইফুরকে ডিমসহ বসিয়ে দিলেন।
যে যাবে ওই পথ দিয়ে সেই ডিম পাবে সেদ্ধ চাইলে সেদ্ধ, ভাজি চাইলে ভাজি, কাচা চাইলে কাচা ডিম যা চাইবে তা ই তবে তা রাশু মোরগের ঠ্যাংকে হাত বানিয়ে দিচ্ছে।
জেবুন্নেসা ডিম নিতে আসলে রাশু মোরগ জেবুন্নেসার হাতে ডানা ঝাপটা মারলো। জেবুন্নেসা কেদে কেটে দুনিয়ার মানুষ জড়ো করলো, তার হাতে বার্ড ফ্লু আলা মোরগ রাশু রক্ত বের করে দিয়েছে!! সে বিচার চায়
সাইফুর:ওই বুড়ি তোমারে কই রক্ত বাইর কর্চে?
জেবুন্নেসা: তোগে উপ্রে আল্লার গজব পরবো...মার বয়সী বিডিরে বুড়ি কইস!!....
সাইফুর: আছ্ছা চাছী....আমনে চুপ করেন...
জেবুন্নেসা: কিরলাইগ্গা চুপ হমু?!! তোগে আর জেতা লাগবো না......
সাইফুর: চাছী এট্টু থামেন
সাইফুর তাকে থামানোর ব্যর্থ চেষ্টা করে যেতে লাগলো।
পরে জেবুন্নেসা আড়ালে সাইফুরকে ডেকে বলল, তাকে ১২টা ডিম দিলে তবেই সে থামবে নয় তো না। সাইফুর ডিম দিয়ে দিল উপায় না দেখে।
গরীব হইছি বলে কি বিচারও পামু না! গম চোর সোহাগ আইজকা বড়লোক....আর আমি খয়রাত কইরা খাই.....চোরের চোর জনমের চোর...., গজগজ করতে করতে জেবুন্নেসা চলে গেল।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।