রুম্মান রশীদ খানের চিত্রনাট্য অবলম্বনে এ সিনেমাতে আরও অভিনয় করেছেন রাজ্জাক, আনোয়ারা, সোহেল রানা, ববিতা, সুব্রত, দিতি, আরেফিন শুভ, মিমো এবং সাজু খাদেম।
রুম্মান এ বিষয়ে গ্লিটজকে বলেন, “এবারে ঈদে যে কটি সিনেমা মুক্তির সম্ভাবনা আছে তার মধ্যে এই সিনেমাটিই প্রথম সেন্সরবোর্ডের ছাড়পত্র পেল। এখন আমরা সিনেমাটি মুক্তি দেওয়ার জন্য অন্যান্য প্রক্রিয়া শুরু করেছি। থার্টি ফাইভ মিলিমিটারে নির্মিত সিনেমাটি ডিজিটাল ফরমেটেও মুক্তি দিচ্ছি। সে জন্যও সার্বিক প্রস্তুতি চলছে।
”
ডায়মন্ড ওয়ার্ল্ড নিবেদিত, ফ্রেন্ডজ মুভিজ ইন্টারন্যশনাল প্রযোজিত ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী’ মুক্তি পাচ্ছে আসছে কোরবানির ঈদে। তবে তার আগেই লেজার ভিশনের ব্যানারে ৫ অক্টোবর অনুষ্ঠানের মাধ্যমে এর গানের অ্যালবামের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হবে।
সিনেমাটির জন্য গান লিখেছেন কবির বকুল। সংগীত পরিচালনা করেছেন শওকত আলী ইমন। মোট ছয়টি গানে কণ্ঠ দিয়েছেন এস আই টুটুল, দিনাত জাহান মুন্নী, চন্দন সিনহা, ন্যান্সি, মুহিন, সোনিয়া, কিশোর, রন্টি দাশ, তাসিফ, পুলক এবং অভিনেতা শাকিব খান।
এদিকে সাফিউদ্দিন সাফি জানিয়েছেন, সেন্সরবোর্ডের সদস্য ইফতেখারউদ্দিন নওশাদ সিনেমাটি সম্পর্কে ইতিবাচক মন্তব্য করেছেন। তিনি সাফিকে সিনেমাটির জন্য ধন্যবাদ জানিয়ে এবং ভবিষ্যতেও এ ধরনের নির্মল বিনোদনের সিনেমা তৈরির পরামর্শ দিয়েছেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।