আমাদের কথা খুঁজে নিন

   

পাঞ্জেরি (উচ্চ মাধ্যমিকের কবিতার প্যারোডি)

নিজেরে হারায়ে খুজি..... bohurupi.mohajon@gmail.com

পাঞ্জেরি ( রাজাকার 'পাঞ্জেরির জন্য) নেজামী আহমদ রগ কাটিবার কত দেরি পাঞ্জেরি? এখনো তোমার খুর হয়ে আছে ভোঁতা? গজারির লাঠি লুকায়ে রেখেছ কোথা? ভাংগা ইটেতে লাল হয়ে আছে পথ তুমি মগবাজার আমি পল্টনে ঘুরি রগ কাটিবার কত দেরি পাঞ্জেরি? নয়টি মাসের গন্ডগোলের শেষে - তুমি জন্মেছ একোন কাফির দেশে? যেথা নেজামীরা রোজ জুতাপেটা খায়.... লাচার তুমি চেঁচাও পেঁচার মত, অস্ফুট ব্যাথা দালাল হৃদয়ে ধরি; রগ কাটিবার কত দেরি পাঞ্জেরি? গর্তে লুকায়ে সাথীরা দিন গোনে বুঝি কুকুরের চিল্লানোতে সাইদির গলা শোনে! বুঝি আধাঁরেতে টুটিবারে চায় স্বাধীনতার গলা; আহা পেরেশান শিবিরের দল মাইর খায় শুধু নিরাশার ছবি এঁকে। পথহারা এই সাথীরা তোমার পালায় লেজটি ঢেকে! তুমি পাবনাতে সম্মুখে শুধু অসীম দুরাশা ঘেরি.... রগ কাটিবার কত দেরি পাঞ্জেরি? (কবিতাটি কবি ফররুখ আহমদ এর 'পাঞ্জেরি' অবলম্বনে লেখা)

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।