আমাদের কথা খুঁজে নিন

   

পাঞ্জেরি

সোনালি দিনের কত দেরি পাঞ্জেরি? এখনো তোমার ছাত্র চাপাতি হাতে? কোশ্চেন ফাঁস হচ্ছে পরীক্ষাতে? তুমি ককপিটে, আমি বিমানের পিঠে; উন্নয়নের তবুও হচ্ছে দেরি! সোনালি দিনের কত দেরি পাঞ্জেরি? জাতির পিতার খুনের বিচার শেষে পলাতক খুনি দূর থেকে শুনি উঠিতেছে হেসে হেসে। রাজাকারেরা পড়িতেছে ধরা ঠিকই এতো কুঁতে কুঁতে পারবে কি ছুঁতে সোনালি দিনের টিকি? গতিহীন হয়ে ক্রমে নেমে যায় আকাশপথের ফেরী। তুমি ককপিটে, আমি বিমানের পিঠে; উন্নয়নের হচ্ছে ভীষণ দেরি! সোনালি দিনের কত দেরি পাঞ্জেরি? এয়ারপোর্টে যাত্রীরা বসে আছে, দিন বদলের আশ্বাসে ভাবে এরোপ্লেন খুব কাছে, বুঝি লোডশেডিং-এর অন্ধকারে বিমানের ডানা দেখে যাত্রাস্বপ্নে সুগন্ধি নেয় মেখে! আহা, পেরেশান মুসাফির দল প্লেনের আশাতে আজও অবিচল। লোকসানি এই বিমান নিয়ে আকাশপথে ঘুরে কোথায় চলেছ পাঞ্জেরি তুমি, কোন সীমাহীন দূরে? তুমি ককপিটে, আমি বিমানের পিঠে; উন্নয়নের পায়েতে শিকল-বেড়ি! সোনালি দিনের কত দেরি পাঞ্জেরি? শুধু আলসেমি শুধু খেয়ালের ভুলে, শেয়ারবাজার উঠিতেছে দুলে দুলে, আমাদেরই ভুলে বিনিয়োগকারী রাস্তায় আছে বসি হা করে দেখে- অস্ত যাচ্ছে তাদের সেতারা, শশী। মোদের খেলায় বোল্ড হয় পাবলিকে দুশ্চিন্তায় শরীর তাদের হচ্ছে যে লিকলিকে। পুঁজিপতিদের খুঁজে খুঁজে মোরা করিয়াছি পেরেশান ঘরে ঘরে ওঠে ক্রন্দনধ্বনি হাহাকার কলতান। কেন মিছে তুমি বলছ তাকে লালন শাহের গান? চালের দামে চাল চেলেছে যারা ফ্রাইড রাইস-চিকেন ফ্রাইয়ে লাঞ্চ সারিতেছে তারা! প্রতিবাদীদের ভাগ্যতে বাজে মৃত্যুর জয়ভেরী। পাঞ্জেরি! জাগো ‘চালের বাজারে’-‘শেয়ার বাজারে’ চলমান খেলা হেরি, জাগো পরের ইলেকশনের ভোট-ভবিষ্যত হেরি! দেখ চেয়ে, দেখ নির্বাচনের আর নেই বেশি দেরি!! (ফররুখ আহমদের ‘পাঞ্জেরি’ কবিতা অবলম্বনে) লিখেছেনঃ আসিফ মেহেদী  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।