অতীতকে নিয়ে নস্টালজিক হতে ভালোবাসি, ভবিষ্যতের স্বপ্ন দেখতেও।
আরেক বছর গেলো উড়ে
কত স্মৃতি পিছে ফেলে,
ভাবনাগুলো পাখি হয়ে
মনের মাঝে ডানা মেলে।
কি দিয়েছি, কি পেয়েছি,
করছি হিসেব বসে বসে,
সময়গুলো কেটে গেলো
চাওয়া-পাওয়ার অংক কষে।
দেখতে পেলাম এতোটুকু
বারো মাসের অভিজ্ঞতায়,
এ পৃথিবী ঘুরছে ঠিকই,
ডুবছে যদিও অজ্ঞতায়!
অজ্ঞ দুনিয়াটা তবু
শিখিয়েছে বছর ধরে -
সুখ পাখিকে ছুঁতে হলে,
ঢুকতে হবে দুঃখের ঘরে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।