কেমন গেল ২০০৭?
আজকে বসে বসে ভাবছিলাম, কেমন গেল আমার এই বছরটি। সত্যি খুব উল্যেখযোগ্য একটি বছর ছিল আমার জন্য। বছরের শুরুতেই মনে মনে ভেবেছিলাম, নিজের জন্য কিছু করবো। অবশ্য আমার ভাগ্যদেবী এবার আমার সহায়তেই ছিলেন। একটা সুযোগ পেয়ে গেলাম নিজের কেরিয়ার চেইন্জ করবার, সাথে সাথে লাইফ স্টইলেরও।
আমাদের দেশের অধিকাংশ মেয়েরাই আপন পরিচিত ঘর থেকে বের হতে খুব ইনসিকিওরড ফিল করে। আমরা ভাবি আমরা সত্যি কি কিছু করতে পারবো সেভাবে একা একা। আমি ও এর বাইরে ছিলাম না। তবুও মনের মধ্যে উড়াল পাখিটা ছঠফঠ করতো, কবে হবো আমি মুক্ত পাখি, কবে ডানা মেলবো কোন অজানা পথে। হ্যাঁ, ভাগ্যদেবী আমার প্রতি প্রশন্ন হয়েছিলেন।
কিন্তু ডানা থাকলেই তো খাচার পাখি উড়তে পারে না, তার জন্য লাগে কিছু পশ্রয়, কিছু সাহস, আর অঘাধ বিশ্বাস। আমি ও তা পেয়েছি, আমার বাবা মা, আর আমার ভালবাসার মানুষটির কাছে থেকে। জীবনটাকে নুতন করে চিনতে শিখিয়েছে ওরা।
তবে এটাও সত্যি নিজস্ব গন্ডি থেকে বের হতে গিয়েও যে আমাকে কম হয়রানি হতে হয়নি তা কিন্তু নয়, সবচে আপন বন্ব্ধুরা হয়ে গেল পর, হয়ে গেল একেকজন বিষাক্ত সাপের মত, "করে নাকো ফোস ফাস, কিন্তু কাটে হুট হাট "।
নুতন জীবনের পথে অনেক মানুষের ভালবাসাও পেয়েছি তা সত্যি অকল্পনীয়।
এই বছরটি মিলে মিশে হয়ে গেল টক ঝাল মিষ্টি..
এই কবিতাটা তার জন্য....( আর অনেক অনেক পেয়ার)
পৃথিবীর বুকে সে খুব ছোট্ট, কোটি কোটি অনুপরমানুর ভিতর
তার বেচেঁ থাকার স্বপ্ন
হোক না তা কোন কুড়েঘরের, অথবা কোন প্রাসাদের
তবু স্বপ্ন, স্বপ্ন নয় আজ
ক্লান্ত চোখ আর ভয় করে না
সে জানে, স্বপ্ন ভেঙ্গে গেলেও তা আবার পাখা মেলে,
তোর অবাধ ভালবাসায়....
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।