বাস্তবতা ফেরী করে বেড়াচ্ছে আমার সহজ শর্তের সময়গুলোকে
২০০৭ সালে সামহোয়ারইনব্লগের উল্লেখযোগ্য কিছু বিষয়
ব্লগের বিষয়
১. ২০০৭ সালেই শুরু হয়েছে গ্রুপ ব্লগিং। আনুষ্ঠানিকভাবে ১৬ ডিসেম্বর শুরু হওয়ার কথা থাকলেও পরে এটি ১৮ ডিসেম্বর থেকে শুরু হয়। প্রাথমিক পর্যায়ে ৯ টি গ্রুপ থাকলেও বর্তমানে ৭ টি গ্রুপ আছে।
২. ২০০৭ সালের ১৮ ডিসেম্বর সামহোয়ারইনব্লগের তৃতীয় সংস্করণ প্রকাশ পায়। এই সংস্করনে বেশ কিছু নতুন বিষয় স্থান পায়।
৩. বাংলাদেশের সবচেয়ে বেশি হিট হওয়া ওয়েবসাইটের তালিকায় সেরা দশে চলে আসে সামহোয়ারইনব্লগ।
ঘটনা :
১. অপরবাস্তব প্রকাশনা সংক্রান্ত কাজ নিয়ে ব্লগাররা একত্রিত হয়।
২. ২য় বাংলাদেশ ব্লগারস মিট অনুষ্ঠানে সামহোয়ারইনব্লগের পক্ষ থেকে বেশ কয়েকজন ব্লগার অংশগ্রহণ করে।
৩. সামহোয়ারইনব্লগের দ্বিতীয় বর্ষপূর্তিতে ১৬ ডিসেম্বর ২০০৭ চারুকলাতে অনুষ্ঠিত হয় ব্লগার আড্ডা। এতে ব্লগাররা অংশগ্রহণ করে।
প্রাপ্তি ও কাজ
১. সিডর আক্রান্তদের সহযোগিতায় কাজ করে সামহোয়ারইনব্লগ।
২. চট্টগ্রামের ভুমিধ্বসের পরপরই আক্রান্তদের সহযোগিতায় প্রত্যক্ষভাবে কাজ করে সামহোয়ারইনব্লগের ব্লগার এবং কর্তৃপক্ষ।
৩. পোস্টের মাধ্যমে সচেতনতা সৃষ্টির মাধ্যমে ভেলরি এ টেইলরকে সিআরপিতে সঠিকভাবে কাজ করার ব্যাপারে পদক্ষেপ নেয় ব্লগাররা।
নতুন ব্লগার:
১. ২০০৭ সালে সামহোয়ারইনব্লগের ব্লগার সংখ্যা অনেক বেড়ে যায়। তবে অনেক ব্লগই অ্যানোব্লগ।
তারমানে নিজের নাম ছাড়া অন্যনামে ব্লগিং।
২. ২০০৭ সাল থেকে নতুন ব্লগারদের ক্ষেত্রে মডারেটিং সিস্টেম চালু করা হয়। এতে করে শুরুতেই নতুন ব্লগাররা কমেন্ট করতে পারবেন না এবং নতুন ব্লগারদের পোস্ট প্রথম পেজে আসবে না।
আমার কিছু কথা : আমি সামহোয়ারইনব্লগে ব্লগিং করছি ২০০৬ সালের ফেব্রুয়ারী থেকে। প্রথম লেখা লেখি মার্চ এর ১ তারিখে।
এই লেখাটি আমার একান্তই ভাবনাপ্রসূত। অনেক গুরুত্বপূর্ণ বিষয়ই বাদ পড়ে থাকতে পারে। মনে পড়লে পরবর্তীতে যোগ করার ইচ্ছা রাখি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।