"আমি বলছি না ভালোবাসতেই হবে , আমি চাই কেউ একজন আমার জন্য অপেক্ষা করুক, শুধু ঘরের ভেতর থেকে দরোজা খুলে দেবার জন্য । বাইরে থেকে দরোজা খুলতে খুলতে আমি এখন ক্লান্ত । চলছে গাড়ী যাত্রাবাড়ি প্রেমের রাজ্যে হুড়োহুড়ি, কে কার আগে ভাগবে আজি বউটা আমার আচ্ছা পাজি ! দিনতো এখন পালটে গেছে পশ্চিমে আজ সূর্য উঠে, বাবা মায়ের লক্ষ্মী ছেলে তাকেই কিনা ভাগিয়ে নিলে ! চলছে গাড়ি যাত্রাবাড়ী ছেড়ে দাও না পায়ে পড়ি, মা যে আমায় চিবিয়ে খাবে বাবা জানলে অক্কা পাবে ! পুরুষ না তুমি নেংটী ইঁদুর ছাড়বে কি আজ পুতুর পুতুর ! আবার যদি ট্যা ফো শুনি ধরব টিপে গলা খানি! চলছে গাড়ি যাত্রাবাড়ী বিয়ে তোমায় করবোই আমি, চোখ রাঙ্গানি কেয়ার করিনা কারো ধার আর ধারি না। ছোট্ট কুঁড়ে নদীর ধারে গাইবো যে গান তোমার সনে, জ্যোৎস্না মাখা চাঁদনী রাতে জল পরী সব সাঁতার কাটে ! এক প্লেটেতেই ভাত মাখাবো এক মগেতেই কফিও খাবো তোমার বুকেই ঘুমিয়ে যাবো রঙ্গিন স্বপ্নে মন ভরাবো। চলছে গাড়ি যাত্রাবাড়ী ভালোবাসার মাখামাখি তোমার আমার ভালোবাসা কাঁদবে দেখে চাঁদের বুড়ী! উৎসর্গঃ যার অনুকাব্য দেখে এইলাইন গুলো লেখার দুঃসাহস ! কাল্পনিক_ভালোবাসা
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।